Tanjin Tisha: এ যেন মৃত্যু যন্ত্রণা! সারা শরীর পুড়ে যাচ্ছে, মনে হচ্ছিল আমি মরেই যাব, হঠাৎ কী হল তানজিন তিশার?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Tanjin Tisha: তিশা জানিয়েছেন, ওষুধ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মনে হল পুরো শরীরে যেন আগুন ধরে গিয়েছে। এমন যন্ত্রণা শুরু হল, এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল, আমি মারা যাব। যেন মৃত্যুযন্ত্রণা কাছ থেকে দেখেছি, অনুভব করেছি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তিশা জানান, ওই কষ্টের সময়টাতে আমার মাকে জড়িয়ে ধরেছিলাম। প্রায় তিন ঘণ্টা পর একটু ঠিক হই। কেন হঠাৎ এমন হল? অভিনেত্রী জানিয়েছেন, চিকুনগুনিয়া, ডেঙ্গু-সহ আরও কিছু পরীক্ষা করিয়েছি। এসব কিছুই হয়নি। আমি ডায়েট করছিলাম কিছুদিন ধরে। তাছাড়া দুশ্চিন্তাও করছিলাম। চিকিৎসকের ধারণা, এসব থেকেই এমনটি হয়েছে। তবে আপাতত চিন্তার কিছু নেই৷ এখন কয়েকদিন বাড়িতেই বিশ্রামে থাকবেন তানজিন তিশা৷