William Friedkin Death: নক্ষত্রপতন! প্রয়াত অস্কার জয়ী বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, অপূরণীয় ক্ষতি চলচ্চিত্র জগতে

Last Updated:

William Friedkin Death: চলচ্চিত্র জগতে ফের নক্ষত্রপতন৷ প্রয়াত হলেন অস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক উইলিয়াম ফ্রিডকিন৷

চলচ্চিত্র জগতে ফের নক্ষত্রপতন৷ প্রয়াত হলেন অস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক উইলিয়াম ফ্রিডকিন৷ আমেরিকান এই বিখ্যাত পরিচালক বিগত কয়েক সপ্তাহ ধরেই স্বাস্থ্য জনিত সমস্যায় ভুগছিলেন। গত সোমবার লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয় পরিচালক উইলিয়াম ফ্রিডকিনের৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর৷ তাঁক মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন ইন্ডাস্ট্রিতে৷
সালটা ১৯৬০-এর দশক৷ ডকুমেন্টরি দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন উইলিয়াম ফ্রিডকিন। তারপর থেকেই একের পর এক সেরা উপহার দর্শকদের দিয়েছেন তিনি৷ ১৯৭১ সালে ক্রাইম থ্রিলার ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন ‘ এবং ১৯৭৩ সালের ব্লকবাস্টার ‘দ্য এক্সরসিস্ট ‘ পরিচালনা করে বিশ্ব চলচ্চিত্রে ব্যাপক সাড়া ফেলেছিলেন। জিন হ্যাকম্যান অভিনীত এই ছবিটি সেরা পরিচালক এবং সেরা ছবি হিসেবে ৫টি অ্যাকাডেমি পুরস্কার জিতেছিল। ‘দ্য এক্সরসিস্ট ‘ ফ্রিডকিনের জন্য সেরা ছবি এবং সেরা পরিচালক হিসেবে ১০টি অস্কারের জন্য মনোনীত হয়েছিল এবং যার মধ্যে ২টি অস্কার জিতেছিল।
advertisement
advertisement
১৯৬৭ সালে হালকা মিউজিক্যাল কমেডি গুড টাইমস দিয়ে পরিচালক হিসাবে কেরিয়ার শুরু করলেও তারপরে চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে হিংসাত্মক এবং বিতর্কিত চলচ্চিত্র তৈরি করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি৷ ১৯৭০ এর দশকের ফ্রিডকিন নিউ হলিউড আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেই সময় তরুণ হলিউড পরিচালকদের মধ্যে তিনি অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন।
advertisement
আমেরিকান চলচ্চিত্রকে একপ্রকার নতুন রূপ দিয়েছিলেন ফ্রিডকিন৷ দীর্ঘ দিনের ছক ভেঙে নতুন দিশা দেখান এই বিখ্যাত পরিচালক৷ মৃত্যুর বেশ কিছু আগে পর্যন্ত তিনি তার চলচ্চিত্রের কাজ করেছেন বলে জানা গিয়েছে৷ উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত শেষ ছবি ‘দ্য কেইন মিউটিনি কোর্ট-মার্শাল’ চলতি বছর সেপ্টেম্বরে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। পরিচালক ফ্রেডকিনের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি চলচ্চিত্র জগতের৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
William Friedkin Death: নক্ষত্রপতন! প্রয়াত অস্কার জয়ী বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, অপূরণীয় ক্ষতি চলচ্চিত্র জগতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement