কেন্দ্রীয় দল এই মুহূর্তে বঙ্গ সফর করছে। তারা বিভিন্ন পঞ্চায়েতে গিয়ে সরকারি প্রকল্পগুলি খতিয়ে দেখছে। আলিপুরদুয়ারেও একই অবস্থা। কিন্তু জেলার অন্য কোনও গ্রামে গিয়ে এমন নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়তে হয়নি কেন্দ্রীয় দলের সদস্যদের। গাড়োপাড়া পঞ্চায়েতের কাজ পরিদর্শন করতে আসে কেন্দ্রীয় দল। সেই উপলক্ষে পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরতে ঘুরতে তাঁরা আটিয়াবাড়ি গ্রামে গিয়ে হাজির হন। সেখানেই ক্ষুব্ধ গ্রামবাসীরা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের গ্রামে ঢুকতে দিতে রাজি হননি।
advertisement
আরও পড়ুন: খাবারের দাম চাইতেই তেলেভাজার ফুটন্ত তেলে দোকান মালিককে ফেলে দিল টোটো চালক!
গ্রামবাসীদের বাধা পেয়ে ক্ষোভের কারণ জিজ্ঞেস করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। আর তাতে যেন বিস্ফোরণ হয়। তীব্র ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। তবে আবাস যোজনার তালিকায় যাদের নাম নেই সেই সকল গ্রামবাসীর ক্ষোভ ছিল সবচেয়ে বেশি।
গ্রামবাসীদের অভিযোগ, বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে তবু আবাস যোজনার তালিকায় নাম ওঠেনি। বাড়িতে শৌচালয় নেই, তাই বাগানে যেতে হয় শৌচকর্ম করতে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। নানান সময় কর্তারা এসে সবকিছু শুনে চলে যান, কিন্তু প্রতিকার আর হয় না। এলাকাবাসীদের সাফ কথা, সমস্যার সমাধান না করতে পারলে গ্রামে প্রবেশ করতে হবে না কোনও প্রতিনিধি দলকে।
অনন্যা দে