গোপাল বাহাদুর বস্তি দলসিংপাড়া পঞ্চায়েত এলাকায় অবস্থিত একটি ছোট গ্রাম। এই গ্রামে সুপুরি চাষ করে জীবিকা নির্বাহ করেন অধিকাংশ মানুষ। হামেশাই এখানে হাতি হানা দেয়। ফলে এই গ্রামের মানুষকে প্রতিনিয়ত জীবন বাজি রেখে দিন কাটাতে হয়। কিন্তু কালভার্টের সঙ্গে সংযোগকারী রাস্তাটি গত বর্ষায় ভেঙে যাওয়ার পর দলসিংপাড়া বাজারে বা প্রধান সড়কে আসার জন্য এক কিলোমিটার রাস্তা ঘুরতে হচ্ছে গোপাল বাহাদুর বস্তির মানুষকে। ফলে তাঁদের যন্ত্রণা আরও বেড়েছে।
advertisement
আরও পড়ুন: নারী পাচার ঠেকাতে সীমান্ত কাজে লাগানো হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীকে
এই বিষয়ে গোপাল বাহাদুর বস্তির মানুষের অভিযোগ, রাস্তাটি ভেঙে গেলেও তা সারানোর উদ্যোগ নেওয়া হয়নি। এর মাঝে কেবল মাপ জোক হয়েছে, কিন্তু কাজের কাজ হয়নি। এই প্রসঙ্গে দলসিংপাড়া পঞ্চায়েতের উপপ্রধান জানান, রাস্তাটি নতুন করে তৈরি করার জন্য ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে। তবু কেন কাজ শুরু হল না তা খতিয়ে দেখা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
অনন্যা দে