North 24 Parganas News: নারী পাচার ঠেকাতে সীমান্ত কাজে লাগানো হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীকে

Last Updated:

নারী পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কাজে লাগানো হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। এই লক্ষ্যে শুরু হয়েছে 'গ্রামের স্বপ্ন' প্রকল্প

উত্তর ২৪ পরগনা: নারী পাচার ঠেকাতে সীমান্তে সক্রিয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মহিলাদের স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে এখানকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এই লক্ষ্যে 'গ্রামের স্বপ্ন' প্রকল্প শুরু হয়েছে।
সীমান্ত এলাকার জন্য প্রশাসনের বিশেষ প্রকল্প গ্রামের স্বপ্নর কাজ বসিরহাট-১ ব্লকের পানিতর পঞ্চায়েতে শুরু হল। পঞ্চায়েতের উদ্যোগে গ্রামের কয়েকশো স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এলাকায় কাজের ভিত্তিতে পুরষ্কৃত করা হয়। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্ত ও কুটির শিল্পের মাধ্যমে স্বনির্ভর করে তুলতে 'গ্রামের স্বপ্ন' প্রকল্পে জোর দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
পানিতর পঞ্চায়েত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। সেখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিশেষ প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে নারী পাচার ও বাল্য বিবাহ রোধের পাঠ দেওয়া হচ্ছে। যাতে এলাকায় নারী পাচার ঘটনা আটকানো যায় তাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাধ্যমে নজরদারিও চালাচ্ছে প্রশাসন। এই প্রসঙ্গে বসিরহাট-১ ব্লকের বিডিও বিশাখ ভট্টাচার্য বলেন, "চলতি আর্থিক বছরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩৮৫ টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা। তারমধ্যে এখনও পর্যন্ত ৬২০ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। এখন আরও নতুন গোষ্ঠী তৈরির কাজ চলছে। আশা করছি লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে যাওয়া যাবে।" সেইসঙ্গে তিনি বলেন, স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার পাশপাশি গোষ্ঠীগুলিকে রোজগারের সুযোগ করিয়ে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নারী পাচার ঠেকাতে সীমান্ত কাজে লাগানো হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement