Birbhum News: ডিএ-র আন্দোলনকে সমর্থন করেও মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে স্কুলে এলেন প্রধান শিক্ষক
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি দু'দিনের কর্মবিরতির ডাক দিয়েছে। সেই আন্দোলনকে সমর্থন করেও মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে সোমবার অর্থাৎ আন্দোলনের প্রথম দিন স্কুলে এলেন প্রধান শিক্ষক
বীরভূম: সামনেই মাধ্যমিক পরীক্ষা। হাতে আর বিশেষ সময় নেই। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে জীবনের প্রথম বড় পরীক্ষা। এখন একটা দিনও নষ্ট মানে পরীক্ষার ফলাফলের উপর তার প্রভাব পড়া। এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের হিতের কথা ভেবে ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে নজির গড়লেন প্রধান শিক্ষক। ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির ডাকা 'পেন ডাউন' কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েও সোমবার স্কুলে এসে যাবতীয় কাজ সারলেন কীর্ণাহার শিবচন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলকুমার বন্দ্যোপাধ্যায়।
অন্যান্য স্কুলের মত কীর্ণাহার শিবচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা এই মুহূর্তে স্কুলে এসে শিক্ষকদের কাছ থেকে লাস্ট মিনিট টিপস নিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে একটা বা দুটো দিন স্কুল বন্ধ থাকার অর্থ হল মাধ্যমিক পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যাঘাত ঘটা। সেই কথা ভেবেই সোমবার কর্ম বিরতির ডাকের মধ্যেই স্কুলে আসেন প্রধান শিক্ষক নীলকুমার বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
কেন তিনি এমন পদক্ষেপ করলেন তা ব্যাখ্যা করে ওই প্রধান শিক্ষক বলেন, সামনেই মাধ্যমিক পরীক্ষা। এই সময় আমরা স্কুল বন্ধ করতে পারি না। তবে মহার্ঘ্যভাতা আদায়ের দাবিতে রাজ্যজুড়ে যে কর্মবিরতি চলছে তাকে সমর্থন জানাই। আমাদের এটা দরকার আছে। কিন্তু এইসময় স্কুল বন্ধ এটা কখনওই সমর্থন করি না। প্রধান শিক্ষকের এই পদক্ষেপে খুশি ওই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা। তারা সোমবার স্কুলে এসে বিভিন্ন বিষয়ের শিক্ষকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বুঝে নেয়।
advertisement
সৌতিক চক্রবর্তী
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 5:45 PM IST