Bankura News: ফ্লাই অ্যাশ বোঝাই ডাম্পারের ধাক্কায় পথচারীর মৃত্যু
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
রাস্তা পারাপারের সময় পথচারীকে এসে ধাক্কা মারল ডাম্পার। সঙ্গে সঙ্গে গাড়ির চাকায় পিষে যান ওই ব্যক্তি, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়
বাঁকুড়া: রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক পথচারীর। দ্রুত গতিতে ধেয়ে আসা ডাম্পারের চাকার তলায় একেবারে পিষে যান ওই ব্যক্তি। এমনই পরিস্থিতি হয়েছিল যে তাঁকে বের করে আনা সম্ভব হয়নি। পরে অনেকে মিলে গাড়িটির চাকা সরিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাঁর দেহে আর প্রাণ ছিল না। বাঁকুড়ার ধলডাঙা মোড়ের ঘটনা।
সোমবার সকালে ফ্লাই অ্যাশ বোঝাই একটি ডাম্পার বিষ্ণুপুরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময়ই ধলডাঙা মোড়ের কাছে এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। কিন্তু ডাম্পারটির কিছু না দেখে ওই ব্যক্তিকে এসে সোজা ধাক্কা মারে। আর সঙ্গে সঙ্গেই তার চাকার তলায় পিষে যান ওই পথচারী। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আশেপাশের লোকজন ছুটে আসে। তাঁরা চাকার তলা থেকে বের করার চেষ্টা করেন। কিন্তু অনেক টানাহেঁচড়া সত্ত্বেও তাঁকে বের করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গাড়ির চাকা কোনরকমে সরিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠায়। তবে ওই মৃত পথচারীর পরিচয় জানা যায়নি। এই ঘটনায় বেপরোয়া গাড়ি চলাচলের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার মানুষ।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 5:26 PM IST