পাশাখা সীমান্ত যোগাযোগ স্বাভাবিক হওয়ায় জয়গাঁ থেকে পণ্যবাহী সমস্ত ট্রাক ভুটানে প্রবেশ করছে। এই কদিন ভুটানে প্রবেশ বন্ধ থাকায় সব থেকে বেশি সমস্যায় পড়েছিল দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জয়গাঁতে পণ্যবাহী ট্রাক চালকরা। পাশাখা সীমান্ত বন্ধ থাকায় কেউ সাতদিন কেউ পাঁচদিন থেকে জয়গাঁতে দাঁড়িয়ে ছিল আর এতদিন জয়ঁগাতে থাকতে তাদের বিভিন্ন সমস্যার সন্মুখীন হতে হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ 'দুয়ারে চিতা'! ফের দেখা মিলল শিলবাড়িহাটের ঘাটপাড় এলাকায়, আতঙ্ক!
ট্রাকচালকদের অভিযোগ, সুরক্ষা নেই এলাকায়। রাত করে ঘুমাতে পারতেন না তারা। ট্রাকের যন্ত্রাংশ,তেল চুরির ভয় লেগেই থাকত। প্রশাসনকে জানিয়ে লাভ হয়নি। এই মুহুর্তে প্রশাসনের তরফে গাড়িগুলিকে তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হয়। ভুটানের জিনিস ওই এলাকায় পৌঁছতে পারলে রক্ষা।
আরও পড়ুনঃ বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে ভুটানের সঙ্গে ভারতের রেল যোগাযোগ স্থাপন
কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ জানান, জেলাশাসকের নির্দেশে কাজ চলছে। প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে যোগাযোগের রাস্তা যাতে ঠিক রাখা যায় সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছি।
Ananya Dey