Alipurduar: 'দুয়ারে চিতা'! ফের দেখা মিলল শিলবাড়িহাটের ঘাটপাড় এলাকায়, আতঙ্ক!

Last Updated:

বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না শিলবাড়ি হাটের ঘাট পাড়ের বাসিন্দাদের। রবিবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত লেপার্ড নিয়ে আতঙ্কে দিন কেটেছে আলিপুরদুয়ার জেলার শিলবাড়ি হাটের ঘাট পাড় এলাকার মানুষের।

আলিপুরদুয়ার: বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না শিলবাড়ি হাটের ঘাট পাড়ের বাসিন্দাদের। রবিবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত লেপার্ড নিয়ে আতঙ্কে দিন কেটেছে আলিপুরদুয়ার জেলার শিলবাড়ি হাটের ঘাট পাড় এলাকার মানুষের। মঙ্গলবার সন্ধ্যায় লেপার্ড উদ্ধারের পর স্বস্তি মিলেছিল এলাকাবাসীদের। কিন্তু এই আনন্দ ক্ষণিকের অতিথি, বুঝতেই পারেননি এলাকাবাসীরা। রাতে ফের এলাকায় দেখা যায় একটি লেপার্ডকে। মঙ্গলবার এলাকার একটি সুপারি গাছের ওপর দেখা যায় একটি লেপার্ডকে। এরপর শোরগোল পরে যায় এলাকায়। বনকর্মীরা ঘুম পাড়ানি গুলি ছুড়ে সন্ধ্যা বেলায় খাঁচাবন্দী করে লেপার্ডটিকে। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্রামবাসীরা। জানা যায়, এরপর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই সেই স্বস্তি ফের উধাও হয়ে যায় শিলবাড়িহাটের ঘাটপাড় এলাকার মানুষদের। কারণ মঙ্গলবার রাতে ফের একবার একটি লেপার্ড দেখা যায় সেই গ্রামে। ফের একবার আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, গতকাল যে লেপার্ডটি ধরা পড়েছে সেটা সেই হামলাকারী বাঘটি নয়। হামলাকারী বাঘটি এখনো রয়ে গেছে এই গ্রামেই। খবর পেয়ে ফের একবার লেপার্ডের খোঁজে বন দফতর ময়দানে নেমেছে। যদিও বন দফতরের ভূমিকায় খুশি নন গ্রামবাসীরা।
আতঙ্কে গৃহবন্দী অধিকাংশ গ্রামবাসী। তারা চাইছেন দ্রুত ধরে নিয়ে যাক বনকর্মীরা। ফের এলাকায় এসেছেন বনদফতরের স্পেশাল টিম। জাল বসানো হয়েছে,পাতা হচ্ছে খাঁচা। হামলাকারী বাঘটি এলাকায় এখনও রয়েছে কি না তা খতিয়ে দেখছে বনদফতর। উল্লেখ্য, গত রবিবার শিলবাড়িহাট ঘাটপাড় এলাকায় লোকালয়ে প্রবেশ করে লেপার্ড। গ্ৰামে বাসিন্দাদের উপর আক্রমণ চালায় । লেপার্ডের আক্রমণে জখম হয় মোট দশ জন। বনদফতর থেকে শত চেষ্টার পরেও লেপার্ডটিকে খাঁচাবন্দী করা সম্ভব হচ্ছিল না। রবিবারেই ঘাটপাড় এলাকায় বনদফতরের জলদাপাড়া বনবিভাগের পক্ষ থেকে খাঁচা বসানো হয় এবং জাল বিছানো হয় । লেপার্ডকে খাঁচাবন্দী করার জন‍্য চেষ্টা চালানো হয়।
advertisement
advertisement
কিন্তু লেপার্ডের দেখা মেলেনি। মঙ্গলবার দুপুরে ঘাটপাড় এলাকায় একটি সুপারি গাছের উপরে লেপার্ডটিকে দেখতে পায় গ্ৰামবাসীরা । পরবর্তীতে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে লেপার্ডটিকে কাবু করে খাঁচাবন্দী করতে সক্ষম হয় । প্রায় ৪৮ ঘণ্টা পর লেপার্ডটিকে খাঁচাবন্দী করতে পেরে স্বঃস্তির নিঃশ্বাস ফেলেছে গ্ৰামবাসী থেকে শুরু করে বনকর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ চিতা বাঘের হানা আলিপুরদুয়ারের শিলবাড়িহাটে, আক্রমণে জখম ১০
লেপার্ড এলাকায় রয়েছে শোনার পর রবিবার রাত থেকে ঘটনাস্থলে নজরদারি চালাচ্ছেন জলদাপাড়া বন দফতর ও সোনাপুর ফাঁড়ির পুলিশ।রবিবার দুপুরবেলা থেকে ওই এলাকায় ঝোপের চারপাশে বাঘ ধরার জন্য জাল লাগানো হয়। জালের ভেতরে বসানো হয় খাঁচা। সেখানে টোপ হিসেবে ছাগলও রাখা হয়েছিল। কিন্তু লেপার্ডটি খাঁচাবন্দি হয়নি। বনদফতরের পক্ষ থেকে বুধবার ফের এলাকাবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
advertisement
Ananya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: 'দুয়ারে চিতা'! ফের দেখা মিলল শিলবাড়িহাটের ঘাটপাড় এলাকায়, আতঙ্ক!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement