আরও পড়ুন: শিল্পী না হয়েও বানিয়ে ফেললেন বারোয়ারির দুর্গা প্রতিমা
কালচিনির শ্যামাপ্রসাদ সংঘ প্রতিবছর দুর্গাপুজো কথে। চা শ্রমিকদের মন ভাল করার চেষ্টা করেন তাঁরা। এবছর তাঁদের থিম পরীর দেশ। এই পুজো সকলের নজর কাড়বে বলে আশাবাদী আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জের শ্যামা প্রসাদ সংঘের দুর্গাপুজো কমিটির সদস্যরা।
advertisement
চা বলয়ের ছোট শিশুদের কথা মাথায় রেখেই এমন থিম বেছে নেওয়া হয়েছে। তবে শুধু বাচ্চারা নয়, চা বাগানের শ্রমিক মা-বাবারাও এই থিম দেখে খুশি হবেন বলে পুজো কমিটির দাবি। পুজো কমিটির পক্ষ থেকে রাজা সাহা জানান, শ্রমিকদের বোনাস নিয়ে সমস্যা আছে। তবুও পুজোর সময় তাঁরা আনন্দ করতে চন। এই থিমের মধ্য দিয়ে আমরা তাঁদের একটু কল্পনার জগতে নিয়ে যেতে চাই। যাতে এই সময়ে সকলের মনটা ভাল থাকে।
ক্লাব সদস্যরা নিজেরাই হাত লাগিয়ে তৈরি করছেন মণ্ডপ। এছাড়া এবছর ক্লাব ঘরেই তৈরি হয়েছে দেবী দুর্গার প্রতিমা। দুর্গার পরনে থাকবে বেনারসি শাড়ি।
অনন্যা দে