Durga Puja 2023: শিল্পী না হয়েও বানিয়ে ফেললেন বারোয়ারির দুর্গা প্রতিমা

Last Updated:

শান্তিপুরের দুর্গাপুজোয় অবাক ঘটনা। প্রতিমা শিল্পী না হয়েও মা দুর্গার প্রতিকৃতি তৈরি করে সাড়া ফেলে দিলেন ওঁরা

+
করা

করা হচ্ছে মায়ের চক্ষু দান

নদিয়া: ওঁরা বংশগত কুম্ভকার নন। রাজবংশী পরিবারের এই সদস্যদের পেশা মূলত মাছ ধরা। তবে লকডাউনের পর এখানে কাজকর্মের অভাবে চলে যান ভিন রাজ্যে। সেখানে গিয়ে কুম্ভকারের কাজ শেখেন। বাইরে থেকে কুম্ভকারের কাজ শিখে চলে আসেন নিজের বাড়িতে। সেই সমস্ত মানুষরা মিলেই এইবার শান্তিপুরের গবারচর বারোয়ারির দুর্গা প্রতিমা তৈরি করেছেন।
কোনও অভিজ্ঞ কিংবা স্বনামধন্য কুম্ভকার না হয়েও বারোয়ারির বড় দুর্গা প্রতিমা তৈরি করার এই ঘটনা তাক লাগিয়ে দিয়েছে অন্যদের। গবারচর বারোয়ারি মা দুর্গা মহিলা সমিতির প্রতিমা এবার মন কেড়েছে দর্শনার্থীদের। সাধারণ মানুষের প্রশংসায় খুশি পুজো কমিটির সদস্যরাও।
advertisement
advertisement
মূর্তির অলংকার এবং কারুকাজ করা হয়েছে মাটি দিয়েই। ইতিমধ্যেই মূর্তিতে রং করার কাজ শুরু হয়ে গিয়েছে। আর এক-দু’দিনের মধ্যে সম্পূর্ণ প্রতিমা প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছেন পাখিচক্রে হঠাৎ প্রতিমা শিল্পী হয়ে ওঠা রাজবংশী পরিবারের ওই সদস্যরা। তাঁদের এই প্রতিভা দেখে সকলেই খুশি।
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Durga Puja 2023: শিল্পী না হয়েও বানিয়ে ফেললেন বারোয়ারির দুর্গা প্রতিমা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement