আরও পড়ুন Murshidabad Food: ফুচকায় ব্যাপক চমক! খিদে মিটবে কী, দেখেই তাক লাগবে
তার এই পুরস্কার প্রাপ্তির কথা জানাজানি হতেই আলোড়ন তৈরি হয়েছে আলিপুরদুয়ারের সাহিত্য চর্চার আঙিনায়। এছাড়াও তাঁর সাফল্যে গর্বিত শিক্ষক মহলও। গত ৩০ ডিসেম্বর সাহিত্য অ্যাকাডেমির তরফে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এবছরের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রপকদের নাম ঘোষণা করা হয়েছে। সৌভিক দে সরকারের সঙ্গে গোটা দেশে আরও ২১ জন এবার সাহিত্য অনুবাদ করে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন। প্রতিবছর দেশের মোট বাইশটি ভাষার জন্য অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হয়। চলতি বছরে এই ২২জন প্রাপককেই সাহিত্য একাডেমি পুরস্কার স্বরূপ তাম্রপত্র ও নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হবে।
advertisement
শিক্ষকতার সঙ্গে সাহিত্যি চর্চার নিবিড় যোগাযোগ রয়েছে ওই শিক্ষকের। যারই ফসল হিসেবে সৌভিক বাবুর এই প্রাপ্তি। মূলত মৌলিক কবিতা ও অনুবাদ সাহিত্যে তিনি বরাবরের আগ্রহী।
আরও পড়ুন East Medinipur News: ঠিক যেন অপরূপ ডিজাইন করা গয়না! সোনার বদলে ডালের, তৈরি করার পদ্ধতি দেখুন
সৌভিক বাবু বলেন 'অনুবাদ সাহিত্য আমাকে ভীষণ ভাবে টানে। ২০১৭ সালে আমি এই তেলেগু সাহিত্যের প্রতি আকর্ষণ অনুভব করি। মূলত কীভাবে দক্ষিণ ভারতে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে অসম লড়াইয়ে নেমে নিজেদের প্রতিষ্ঠিত করতে করেছে দলিতরা, দেড়শো বছরের সেই ইতিহাস বইটির মূল উপজীব্য বিষয়। বইটি অনুবাদ করতে আমার প্রায় দেড় বছর সময় লেগেছে। বইটি বাংলায় প্রকাশিত হওয়ার পর পাঠকদের কাছ থেকেও ভাল সাড়া পাওয়া যাচ্ছিল। তবে এই সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার আমাকে সাহিত্য নিয়ে আরও নতুন নতুন কাজের জন্য উৎসাহিত করবে। যে কোনও পুরস্কারই সম্মানের।সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়ে সুখানুভূতি হচ্ছে।'
গোবিন্দ হাইস্কুলের শিক্ষকেরা জানান 'সৌভিকের জন্যে সহকর্মী হিসেবে আমরা গর্বিত। এটা একটি সর্বভারতীয় স্তরের পুরস্কার যা শুধু সৌভিকই নয় পাশাপাশি গোবিন্দ হাই স্কুলকে গর্বিত করছে।
Annanya Dey