সূত্রের খবর, বাগান কর্তৃপক্ষের তরফে শ্রমিকদের দু'বেলা চা পাতা তুলতে বলা হয়েছে। তবে কর্তৃপক্ষের এই নির্দেশ মানতে নারাজ শ্রমিকরা। তাঁরা একবেলাই কাজ করেন। এরপর তোলা চা পাতা কারখানায় পাতা জমা করতে গেলে বাগান কতৃপক্ষ জানায়, দু'বেলা কাজ না করলে তাদের পাতা নেওয়া হবে না। শ্রমিকদের মুখের উপর কারখানার দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান।
advertisement
আরও পড়ুন: আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট, রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা
তাঁদের অভিযোগ, প্রতিবছর দোলের পর দু'বেলা করে পাতা তোলা শুরু হয়। এই বছর সেই নিয়ম বদলে গেল কেন সেই প্রশ্ন তোলেন তাঁরা। তাছাড়া বর্তমানে শুখা মরসুম হওয়ায় চা গাছে বিশেষ পাতাও নেই। ফলে দু'বেলা কীভাবে এক কাজ করবেন তা নিয়েই প্রশ্ন শ্রমিকদের।
এই বিষয়ে ডিমা চা বাগানের শ্রমিক সংগঠনের তরফে শিবরাম নায়েক জানান, বিষয়টি নিয়ে বাগান কতৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তাঁরা একটা বৈঠক ডেকেছে। সেখানে এই বিষয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অনন্যা দে