Howrah News: আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট, রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা

Last Updated:

শতাব্দী প্রাচীন পুকুরগুলি তাঁদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। প্রতিদিন এই পুকুরগুলির জল নানান কাজে ব্যবহার করা হয়।

+
title=

হাওড়া: পুকুর ভরাটের চেষ্টার অভিযোগে গর্জে উঠল দক্ষিণ সাঁকরাইল খাঁ পাড়ার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আইনের তোয়াক্কা না করে একটি বেসরকারি সংস্থা এলাকার বেশ কয়েকটি শতাব্দী প্রাচীন পুকুর ভরাট করার চেষ্টা করছে। উল্লেখ্য খাঁ পাড়ার বেশ কিছু পুকুর একটি বেসরকারি সংস্থার মালিকানাধীনে আছে। কয়েক বছর আগে এমনই একটি পুরনো পুকুর ভরাট করে কারখানা তৈরি করার অভিযোগ আছে ওই সংস্থার বিরুদ্ধে।
এলাকাবাসীর দাবি, এই শতাব্দী প্রাচীন পুকুরগুলি তাঁদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। প্রতিদিন এই পুকুরগুলির জল নানান কাজে ব্যবহার করা হয়। তাছাড়া বর্ষাকালে বৃষ্টির জল এই পুকুরগুলিতে গিয়ে পড়ে বলে এলাকার জলমগ্ন হয় না। কিন্তু পুকুর ভরাট হয়ে গেলে গোটা এলাকা বর্ষাকালে ভেসে যাবে বলে এলাকার মানুষের আশঙ্কা।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে পুকুর ভরাট ঠেকাতে এলাকার মানুষ স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, থানা, বিএলআরও, বিডিও, স্থানীয় বিধায়ক, পিডব্লিউডি ও জেলাশাসকের অফিসে প্রতিবাদ পত্র জমা দিয়েছে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আজিজুর, জাহাঙ্গিররা জানান, প্রশাসনের উপর তাঁদের সম্পূর্ণ আস্থা আছে‌। এই বেআইনি পুকুর ভরাট প্রশাসনের পক্ষ থেকে আটকে দেওয়া হবে বলে তাঁরা আশাবাদী। এই প্রসঙ্গে সাঁকরাইলের বিডিও নাজিরুদ্দিন সরকার বলেন, এই বিষয়ে আইন মেনে যা পদক্ষেপ করার তাই করবে প্রশাসন।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট, রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement