বলা হয়েছিল ২০২২ সালের ১ লা জানুয়ারি থেকেই লাগু হবে ওই নিয়ম। অথচ বাস্তব বলেছে অন্য কথা। উত্তরবঙ্গের সিংহভাগ চা বাগানে দৈনিক মজুরি ৩০ টাকা বাড়ানো হলেও, এরিয়ারের টাকা প্রদান করা নিয়ে নিশ্চুপ বেশির ভাগ চা বাগান কর্তৃপক্ষ। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে চা শ্রমিকদের মধ্যে। যাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে দুটি পাতা একটি কুঁড়ির শ্রমিক মহল্লায়।
advertisement
আরও পড়ুনঃ আছে স্কুলবাড়ি, আছে পড়ুয়াও! নেই শুধুই শিক্ষক!
পূর্বে চা শ্রমিকরা পেত ২০২ টাকা দৈনিক পারিশ্রমিক। বেড়ে দাড়িয়েছে ২৩২ টাকা দৈনিক পারিশ্রমিক। অগষ্ট মাস থেকে দৈনিক ২৩২ টাকা দৈনিক মিলছে কিন্ত জানুয়ারি থেকে জুলাই এই সাত মাসের বকেয়া বর্ধিত বেতনের ৫০% জুলাই মাসে এবং ৫০% অগাষ্ট মাসের পাওয়ার কথা থাকলে সেটা মিলছে না ।
আরও পড়ুনঃ বন্যপ্রাণীর আতঙ্ক আর অভাব নিত্যসঙ্গী খেড়িয়াব্স্তির! ফিরেও তাকায় না কেউ
ইতিমধ্যে বেশ কয়েকটি চা বাগানে বর্ধিত এরিয়ার টাকা প্রদানের দাবিতে শ্রমিকরা আন্দোলনে সামিল হয়েছে। অনেক চা বাগানে শ্রমিকরা এক বেলা কাজ করছে । কালচিনি চা বাগানে শ্রমিকরা একবেলা কাজ করছে শ্রমিকদের দাবি বর্ধিত পারিশ্রমিক শীঘ্র প্রদান করা হক। এদিকে এরিয়ারের টাকা কেন দেওয়া হচ্ছে না শ্রমিকদের? প্রশ্নের উত্তর দিতে চাইছে না মালিক কর্তৃপক্ষ।
Annanya Dey