TRENDING:

Fisherman Earning : ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, এই জিনিস ভরিয়ে দিচ্ছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা পেয়েছেন 'লটারি'

Last Updated:

Earning Opportunity : বন্যার পর আশার আলো! জলঢাকার স্বচ্ছ জলে দেখা মিলছে হরেক রকমের রূপালী শস্য। যেই নদী কেড়ে নিয়েছে মাথার ছাদ, সেই নদীই এখন দেখাচ্ছে জীবিকার পথ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: বন্যার পর আশার আলো! জলঢাকার স্বচ্ছ জলে দেখা মিলছে হরেক রকমের রূপালী শস্য। যেই নদী কেড়ে নিয়েছে মাথার ছাদ, সেই নদীই এখন দেখাচ্ছে জীবিকার পথ। নদীমাছেই তাই ফিরছে বন্যা দুর্গত মানুষগুলির জীবিকা। মুখে এক চিলতে হাসি জেলেদের। কয়েক সপ্তাহ আগেও বন্যার জলে তছনছ হয়েছিল জীবন-জীবিকা। ঘরবাড়ি, চাষের জমি, পুকুর-সবই বিলীন গিয়েছিল জলের স্রোতে।
advertisement

কিন্তু প্রকৃতির সেই রুদ্ররূপই যেন আজ হয়ে উঠেছে নতুন আশার প্রতীক। কারণ, বন্যায় ক্ষতিগ্রস্ত জলঢাকা নদীর এখন আবারও ফিরে এসেছে জীবনের ছন্দে। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলে এখন দেখা মিলছে হরেক রকমের নদীমাছ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্যার সময় পুকুর ও খালবিল থেকে ভেসে আসা বহু মাছ এখন এই নদীগুলিতে ধরা পড়ছে।

advertisement

আরও পড়ুন : ঝড়-জল, রোদে ছুটে চলে ওঁরা! সেই ডেলিভারি বয়দের জন্য ভাইফোঁটার আয়োজন কাটোয়ায়, ছিল উপহারও

নদীর জলে মিলছে বাটা, বৈরালী, ঘুশসা, দ্বারাঙ্গি, নুদেয়ালীসহ নানা প্রজাতির মাছ। আগে যেখানে এদের দেখা ছিল দুর্লভ, সেখানে এখন জেলেদের জালে পড়ছে প্রচুর মাছ। স্থানীয় জেলেরা বলছেন, “বন্যার সময় সব শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এখন নদীতে মাছের প্রাচুর্য আমাদের নতুন করে বাঁচার শক্তি দিয়েছে।” সকাল থেকেই শুরু হয় মাছ ধরার ব্যস্ততা, আর বিক্রিও হচ্ছে জমজমাট।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

বাজারে এই নদীমাছের চাহিদা তুঙ্গে। শহরের ক্রেতারা প্রায় ৩০০ টাকা কেজি দরে কিনছেন এই টাটকা মাছ। ফলে ছোট ছোট হাটবাজারে রমরমা ব্যবসা চলছে প্রতিদিনই। প্রকৃতির প্রলয়ের পর এ যেন প্রকৃতিরই উপহার।একসময়ের বিপর্যস্ত নদীগুলি আজ স্থানীয় মানুষের নতুন জীবিকার ভরসা। জলঢাকা নদীর স্বচ্ছ জলে এখন শুধুই মাছ নয়, ভাসছে আশার প্রতিফলনও!

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fisherman Earning : ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, এই জিনিস ভরিয়ে দিচ্ছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা পেয়েছেন 'লটারি'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল