কিন্তু প্রকৃতির সেই রুদ্ররূপই যেন আজ হয়ে উঠেছে নতুন আশার প্রতীক। কারণ, বন্যায় ক্ষতিগ্রস্ত জলঢাকা নদীর এখন আবারও ফিরে এসেছে জীবনের ছন্দে। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলে এখন দেখা মিলছে হরেক রকমের নদীমাছ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্যার সময় পুকুর ও খালবিল থেকে ভেসে আসা বহু মাছ এখন এই নদীগুলিতে ধরা পড়ছে।
advertisement
আরও পড়ুন : ঝড়-জল, রোদে ছুটে চলে ওঁরা! সেই ডেলিভারি বয়দের জন্য ভাইফোঁটার আয়োজন কাটোয়ায়, ছিল উপহারও
নদীর জলে মিলছে বাটা, বৈরালী, ঘুশসা, দ্বারাঙ্গি, নুদেয়ালীসহ নানা প্রজাতির মাছ। আগে যেখানে এদের দেখা ছিল দুর্লভ, সেখানে এখন জেলেদের জালে পড়ছে প্রচুর মাছ। স্থানীয় জেলেরা বলছেন, “বন্যার সময় সব শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এখন নদীতে মাছের প্রাচুর্য আমাদের নতুন করে বাঁচার শক্তি দিয়েছে।” সকাল থেকেই শুরু হয় মাছ ধরার ব্যস্ততা, আর বিক্রিও হচ্ছে জমজমাট।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাজারে এই নদীমাছের চাহিদা তুঙ্গে। শহরের ক্রেতারা প্রায় ৩০০ টাকা কেজি দরে কিনছেন এই টাটকা মাছ। ফলে ছোট ছোট হাটবাজারে রমরমা ব্যবসা চলছে প্রতিদিনই। প্রকৃতির প্রলয়ের পর এ যেন প্রকৃতিরই উপহার।একসময়ের বিপর্যস্ত নদীগুলি আজ স্থানীয় মানুষের নতুন জীবিকার ভরসা। জলঢাকা নদীর স্বচ্ছ জলে এখন শুধুই মাছ নয়, ভাসছে আশার প্রতিফলনও!