TRENDING:

প্রবীণ নাগরিকদের জন্য ভাইফোঁটার আয়োজন! বিধায়কের উদ্যোগে জীবনে প্রথম ফোঁটা পেলেন বহু বৃদ্ধ

Last Updated:

Bhai Phonta: জীবনে প্রথম ভাইফোঁটা পেলেন আলিপুরদুয়ারের বেশ কিছু প্রবীণ নাগরিক। মন ভাল করা এই আয়োজন করেন স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ ভাইবোনের ভালবাসার বন্ধনের এক পবিত্র উদযাপন হল ভাইফোঁটা। বৃহস্পতিবার রাজ্যের নানা প্রান্তে ভ্রাতৃদ্বিতীয়া পালিত হয়েছে। সেই দিনেই জীবনে প্রথম ভাইফোঁটা পেলেন আলিপুরদুয়ারের বেশ কিছু প্রবীণ নাগরিক। মন ভাল করা এই আয়োজন করেন স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল।
প্রবীণ নাগরিকরা ফোঁটা নিচ্ছেন
প্রবীণ নাগরিকরা ফোঁটা নিচ্ছেন
advertisement

আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডের পাশে প্রতিদিন শহরের প্রবীণ নাগরিকদের একান্তে দেখা মেলে। কারও ভিন জেলায় বাড়ি, কর্মক্ষেত্রে এসে আলিপুরদুয়ারে বসবাস। সেই থেকে ভালবেসে এই শহরে থেকে গিয়েছেন। কারও হয়তো বোন কিংবা দিদি কেউ না থাকায় কোনও দিন ভাইফোঁটার স্বাদই উপভোগ করতে পারেননি। কেউ আবার কর্মক্ষেত্রের চাপে বোনের কাছে যেতে না পারায় ভাইফোঁটার স্বাদ হারিয়েছেন অনেকদিন।

advertisement

আরও পড়ুনঃ বঙ্গে ভাইফোঁটা, গোর্খা সমাজে ‘এই’ উৎসব কি নামে পরিচিত জানেন?

আজ তাঁদের মধ্যে অনেকেই বয়সের ভারে ভাইফোঁটার স্বাদ ভুলে গিয়েছেন। শহরের এমনই একদল প্রবীণ নাগরিকদের কপালে বোনেরা ভাইফোঁটার দিলেন। তিলক কেটে বলা হল, বোনেরা তাঁদের পাশেই আছে। স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল শহরের এই প্রবীণ নাগরিকদের ভাইফোঁটার আয়োজন করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

আজ রাজ্যের নানা প্রান্তে ভিন্ন ভিন্ন ভাবে ভাইফোঁটা পালিত হয়েছে। কোথাও পরিবেশ রক্ষার বার্তা দিয়ে গাছে ফোঁটা দেওয়া হয়েছে, কোথাও আবার আয়োজিত হয়েছে বোনফোঁটা। আলিপুরদুয়ারেও প্রবীণ নাগরিকদের ফোঁটার আয়োজন করেন স্থানীয় বিধায়ক। এই মন ভাল করা উদ্যোগ অনেকেরই প্রশংসা আদায় করেছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
প্রবীণ নাগরিকদের জন্য ভাইফোঁটার আয়োজন! বিধায়কের উদ্যোগে জীবনে প্রথম ফোঁটা পেলেন বহু বৃদ্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল