আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডের পাশে প্রতিদিন শহরের প্রবীণ নাগরিকদের একান্তে দেখা মেলে। কারও ভিন জেলায় বাড়ি, কর্মক্ষেত্রে এসে আলিপুরদুয়ারে বসবাস। সেই থেকে ভালবেসে এই শহরে থেকে গিয়েছেন। কারও হয়তো বোন কিংবা দিদি কেউ না থাকায় কোনও দিন ভাইফোঁটার স্বাদই উপভোগ করতে পারেননি। কেউ আবার কর্মক্ষেত্রের চাপে বোনের কাছে যেতে না পারায় ভাইফোঁটার স্বাদ হারিয়েছেন অনেকদিন।
advertisement
আরও পড়ুনঃ বঙ্গে ভাইফোঁটা, গোর্খা সমাজে ‘এই’ উৎসব কি নামে পরিচিত জানেন?
আজ তাঁদের মধ্যে অনেকেই বয়সের ভারে ভাইফোঁটার স্বাদ ভুলে গিয়েছেন। শহরের এমনই একদল প্রবীণ নাগরিকদের কপালে বোনেরা ভাইফোঁটার দিলেন। তিলক কেটে বলা হল, বোনেরা তাঁদের পাশেই আছে। স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলাল শহরের এই প্রবীণ নাগরিকদের ভাইফোঁটার আয়োজন করেন।
আজ রাজ্যের নানা প্রান্তে ভিন্ন ভিন্ন ভাবে ভাইফোঁটা পালিত হয়েছে। কোথাও পরিবেশ রক্ষার বার্তা দিয়ে গাছে ফোঁটা দেওয়া হয়েছে, কোথাও আবার আয়োজিত হয়েছে বোনফোঁটা। আলিপুরদুয়ারেও প্রবীণ নাগরিকদের ফোঁটার আয়োজন করেন স্থানীয় বিধায়ক। এই মন ভাল করা উদ্যোগ অনেকেরই প্রশংসা আদায় করেছে।
