আরও পড়ুন: ইসলামপুরে আয়োজিত হল চলচ্চিত্র উৎসব
বর্তমানে আলিপুরদুয়ার জেলায় টিবি আক্রান্তের সংখ্যা ১,৪০০ জন। এই তথ্য জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলি। মঙ্গলবার ডুয়ার্সকন্যায় এই নিয়ে একটি বৈঠকের আয়োজিত হয়। সেই বৈঠকে জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা নিজে উপস্থিত ছিলেন। সেখানে পরিস্থিতি মোকাবিলার সমস্ত পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে যে টাস্ক ফোর্স তৈরি হয়েছে সেখানে আছেন প্রতিটি ব্লকের বিডিও এবং বিএমওএইচ’রা।
advertisement
জানা গিয়েছে জেলার চা বাগান এলাকাগুলিতেই টিবি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তাই চা বাগান বেষ্টিত ব্লকগুলিতে কড়া নজর রাখছে জেলা স্বাস্থ্য দফতর। বিএমওএইচ-দের নির্দেশ দেওয়া হয়েছে টিবি রোগীদের খুঁজে বের করে চিকিৎসা শুরু করতে হবে। টিবি আক্রান্ত এলাকাগুলিতে সচেতনতা অভিযান চলবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলি আশ্বস্ত করে বলেন, নিয়ম মেনে চললে টিবি দুর করা সম্ভব। তাই সকলে মিলে এই কাজে অংশ নিতে হবে।
অনন্যা দে