Uttar Dinajpur News: ইসলামপুরে আয়োজিত হল চলচ্চিত্র উৎসব
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
ইসলামপুরের টাউন লাইব্রেরি হলে এই চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়। এখানে ইসলামপুর, রায়গঞ্জ, বালুঘাট থেকে বহু ছেলেমেয়ে অংশগ্রহণ করেন।
উত্তর দিনাজপুর: ইসলামপুরে আয়োজিত হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। এমকেকে মুভিস এই চলচ্চিত্র উৎসব আয়োজনের দায়িত্বে ছিল। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দিনাজপুর সিনে কালচারাল হুড ও মা কালী ফিল্মস। এই উৎসবে দেশ-বিদেশের মোট ৮ টি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা প্রদর্শিত হয়।
আরও পড়ুন: ক্যারাটে’তে বিরাট সাফল্য মহেশতলার তরুণের
ইসলামপুরের টাউন লাইব্রেরি হলে এই চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়। এখানে ইসলামপুর, রায়গঞ্জ, বালুঘাট থেকে বহু ছেলেমেয়ে অংশগ্রহণ করেন। বাংলার পাশাপাশি নেপালি ভাষার স্বল্পদৈর্ঘ্যের সিনেমা এখানে প্রদর্শিত হয়। এই ফিল্ম ফেস্টিভ্যালের দুই কর্ণধার তথা ফেস্টিভাল কো-অর্ডিনেটর আইভি বিশ্বাস ও ফেস্টিভ্যাল প্রেসিডেন্ট সুশান্ত নন্দী জানান, স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। জেলাগুলিতে বহু ছেলেমেয়েরা খুব সুন্দর সুন্দর ছায়াছবি নির্মাণ করছেন। সেগুলো সকলের মধ্যে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
advertisement
চলচ্চিত্র উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর চন্দন চক্রবর্তী জানান, আগামী দিনে যে ছেলেমেয়েরা সিনেমা তৈরি করতে চায় তারা এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিনেমাগুলো দেখে অনেক কিছু শিখতে পারবে। ইসলামপুরের মত এক জেলা শহরে চলচ্চিত্র উৎসব আয়োজিত হওয়ায় চমকে গিয়েছেন অনেকে। তবে সিনেমাপ্রেমীরা এই উদ্যোগে অত্যন্ত খুশি।
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 9:19 PM IST