Uttar Dinajpur News: ইসলামপুরে আয়োজিত হল চলচ্চিত্র উৎসব

Last Updated:

ইসলামপুরের টাউন লাইব্রেরি হলে এই চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়। এখানে ইসলামপুর, রায়গঞ্জ, বালুঘাট থেকে বহু ছেলেমেয়ে অংশগ্রহণ করেন।

+
title=

উত্তর দিনাজপুর: ইসলামপুরে আয়োজিত হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। এমকেকে মুভিস এই চলচ্চিত্র উৎসব আয়োজনের দায়িত্বে ছিল। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দিনাজপুর সিনে কালচারাল হুড ও মা কালী ফিল্মস। এই উৎসবে দেশ-বিদেশের মোট ৮ টি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা প্রদর্শিত হয়।
ইসলামপুরের টাউন লাইব্রেরি হলে এই চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়। এখানে ইসলামপুর, রায়গঞ্জ, বালুঘাট থেকে বহু ছেলেমেয়ে অংশগ্রহণ করেন। বাংলার পাশাপাশি নেপালি ভাষার স্বল্পদৈর্ঘ্যের সিনেমা এখানে প্রদর্শিত হয়। এই ফিল্ম ফেস্টিভ্যালের দুই কর্ণধার তথা ফেস্টিভাল কো-অর্ডিনেটর আইভি বিশ্বাস ও ফেস্টিভ্যাল প্রেসিডেন্ট সুশান্ত নন্দী জানান, স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। জেলাগুলিতে বহু ছেলেমেয়েরা খুব সুন্দর সুন্দর ছায়াছবি নির্মাণ করছেন। সেগুলো সকলের মধ্যে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
advertisement
চলচ্চিত্র উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর চন্দন চক্রবর্তী জানান, আগামী দিনে যে ছেলেমেয়েরা সিনেমা তৈরি করতে চায় তারা এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিনেমাগুলো দেখে অনেক কিছু শিখতে পারবে। ইসলামপুরের মত এক জেলা শহরে চলচ্চিত্র উৎসব আয়োজিত হওয়ায় চমকে গিয়েছেন অনেকে। তবে সিনেমাপ্রেমীরা এই উদ্যোগে অত্যন্ত খুশি।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: ইসলামপুরে আয়োজিত হল চলচ্চিত্র উৎসব
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement