আরও পড়ুন West Midnapore News: বৃষ্টি উপেক্ষা করে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে রাবণ দহন
বৃহস্পতিবার বিকেলে কালচিনি ব্লকের বিডিও প্রশান্ত বর্মণ,পুলিশ আধিকারিকরা বাসরা নদীর ঘাট পরিদর্শন করেন।এদিন ঘাটে জেসিবি নামিয়ে নির্দিষ্ট রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে।এই রাস্তা দিয়ে দেবী প্রতিমা নিয়ে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পুজো কমিটিগুলিকে।নদীর অন্যত্র যেতে মানা করা হয়েছে পুজো কমিটির সদস্যদের।
advertisement
বিসর্জন প্রক্রিয়ায় প্রশাসনের তরফে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বিডিও।কোনও প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে বিডিও জানিয়ে দিয়েছেন।বাসরা নদী ভুটান পাহাড় থেকে উৎপত্তি।ভুটানে বৃষ্টি হলে জল বেড়ে যায় এই নদীর।হড়পা বানের আশঙ্কা এই নদীতেও রয়েছে।তাই এনডিআরএফ টিমের কর্মী সংখ্যা,স্পিড বোট একাধিক রাখা হচ্ছে।
আরও পড়ুন Birbhum News : ত্রয়োদশিতে লাল বাবার ৫১ কুমারী পুজো, জমজমাট কঙ্কালীতলা
ভুটান পাহাড় থেকে নেমে আসা বাসরা নদীর জল এক মুহুর্তে পা জল থাকলে পরক্ষণে তা হাঁটুজলে পরিণত হয়।পুজো কমিটির সদস্যদের বলা হয়েছে কম সংখ্যক মানুষ নিয়ে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করতে।বিডিও জানান,"সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে।আশা করছি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।"
Annanya Dey