West Midnapore News: বৃষ্টি উপেক্ষা করে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে রাবণ দহন
Last Updated:
৪৫ ফুটের রাবণ তৈরি করা হয়েছিল এবার। 'অশুভ শক্তি' রূপী রাবণের মূর্তিতে 'অগ্নিবাণ' (অগ্নি সংযোগ) ছোঁড়েন জেলাশাসক আয়েশা রানী। উপস্থিত ছিলেন, মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, বিধায়ক অজিত মাইতি প্রমুখ।
#পশ্চিম মেদিনীপুর: বৃষ্টি উপেক্ষা করেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অনুষ্ঠিত হল 'রাবণ দহন' বা 'রাবণ বধ' বা 'দশেরা' উৎসব। বুধবার (৫ অক্টোবর), মহা দশমীর সন্ধ্যায় অশুভ শক্তির বিনাশ রূপক ঐতিহ্যমণ্ডিত এই অনুষ্ঠান পালিত হল মহা সাড়ম্বরে। তবে, জেলার মধ্যে 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরের 'রাবণ দহন' বা 'রাবণ বধ' ঘিরেই সর্বাধিক উৎসাহ ছিল বরাবরের মতো। লক্ষাধিক উৎসাহী জনতার সমাগমে 'রাবণ দহন' অনুষ্ঠান আয়োজিত হল খড়গপুর শহরের নিউ সেটেলমেন্ট স্থিত রাবণ ময়দানে।
advertisement
দশেরা উৎসব কমিটি আয়োজিত অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনা রূপী এই অনুষ্ঠান দেখতে এদিন প্রায় লক্ষাধিক মানুষের ঢল নেমেছিল। প্রায় ৪৫ ফুটের রাবণ তৈরি করা হয়েছিল এবার। 'অশুভ শক্তি' রূপী রাবণের মূর্তিতে 'অগ্নিবাণ' (অগ্নি সংযোগ) ছোঁড়েন জেলাশাসক আয়েশা রানী। উপস্থিত ছিলেন, মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, বিধায়ক অজিত মাইতি প্রমুখ।জেলাশাসক বলেন, "প্রতীকী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়গান গাওয়া হয়। দশেরা উৎসব কমিটি আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে জেলাবাসীর উৎসাহ থাকে।
advertisement
আরও পড়ুন Hooghly News: অতিরিক্ত কাজের চাপ দিচ্ছে বস, সোজা কাটারির কোপ ব্যাঙ্ক কর্মীর!
ঐতিহ্যমণ্ডিত এই অনুষ্ঠান এবারও নির্বিঘ্নে পালিত হয়েছে।" মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, "সারা দেশের সঙ্গে তালে তাল মিলিয়ে সব থেকে ভাল এবং সুন্দর রাবণ এইখানেই হয়; যা দেখতে শুধু এ রাজ্য নয়, বাইরের রাজ্য থেকেও উৎসাহী লোকজন আসেন।" খড়গপুর পৌরসভার পৌরপ্রধান তথা দশেরা উৎসব কমিটির সভাপতি প্রদীপ সরকার জানান, "প্রায় লক্ষাধিক মানুষ শুভ শক্তির সূচনা এবং অশুভ শক্তির বিনাশ দেখতে খড়গপুরে রামন ময়দানে হাজির হয়েছিলেন। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল। উৎসব কমিটির প্রত্যেক সদস্য এই ক'দিন অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন।"
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
October 07, 2022 1:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: বৃষ্টি উপেক্ষা করে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে রাবণ দহন