আরও পড়ুন: যত্রতত্র আবর্জনা ফেললেই জরিমানার চালান নিয়ে হাজির হয়ে যাবেন ‘সাফা দা’
আলিপুরদুয়ারের মহকুমাশাসকের নেতৃত্বে শুরু হয়েছে এই প্লাস্টিক ঠেকাও অভিযান। তিনি প্লাস্টিক মুক্ত আলিপুরদুয়ার গড়ে তোলার ডাক দিয়েছেন। গত কয়েকদিনের অভিযানেই মিলেছে বিপুল সাফল্য। মহকুমাশাসক বিপ্লব সরকারের নেতৃত্বে এই অভিযানে শহরের বিভিন্ন বাজার দোকান থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ বেআইনি প্লাস্টিক। প্রায় প্রতিদিন চলছে এই অভিযান।
advertisement
আলিপুরদুয়ার শহরের কোর্ট সংলগ্ন বাজার, নিউটাউন বাজার সহ বিভিন্ন বাজারে আচমকা অভিযানে নেমে প্লাস্টিক বাজেয়াপ্ত করেন খোদ মহকুমাশাসক। পাশাপাশি ৩০ জনকে জরিমানাও করা হয়েছে। এই অভিযান প্রসঙ্গে মহকুমাশাসক বিপ্লব সরকার জানান, বেশ কয়েকটি বাজারে আমরা অভিযান চালিয়ে দেখেছি খুচরো বিক্রেতারা ক্রেতাদের নিষিদ্ধ প্লাস্টিকে করে জিনিসপত্র দিচ্ছেন। তাঁদের সতর্ক করা হয়েছে এবং প্রয়োজন মনে করলে জরিমানাও করা হচ্ছে।
অনন্যা দে