Hooghly News: যত্রতত্র আবর্জনা ফেললেই জরিমানার চালান নিয়ে হাজির হয়ে যাবেন 'সাফা দা'

Last Updated:

'সাফা দা' নামের এক কাল্পনিক চরিত্র শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়টির কার্যত রক্ষকের ভূমিকা পালন করবেন।

+
title=

হুগলি: শহরে যত্রতত্র ময়লা ফেলার মত খারাপ অভ্যাস দ্রুত বদল করে ফেলুন। না হলেই জরিমানা চালান হাতে দোরগোড়ায় এসে হাজির হবেন ‘সাফা দা’! গোটা শহরজুড়ে নজর রাখবেন তিনি। নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও জঞ্জাল ফেললেই এবার কপালে চরম দুর্ভোগ।
শহরজুড়ে ক্রমেই বেড়ে চলেছে জঞ্জালের স্তূপ। রাস্তাতেও যত্রতত্র পড়ে থাকতে দেখা যাচ্ছে ময়লা আবর্জনা। পুরসভার সাফাই কর্মীরা প্রতিদিন শহরকে পরিষ্কার রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। কিন্তু তারপরেও কিছু অসচেতন নাগরিক ক্রমেই নোংরা করে চলেছে শহরকে। আর তাই শহরকে জঞ্জালমুক্ত রাখতে হুগলির উত্তরপাড়া পুরসভার পক্ষ থেকে এই নয়া উদ্যোগ চালু হয়েছে।
advertisement
advertisement
‘সাফা দা’ নামের এক কাল্পনিক চরিত্র শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়টির কার্যত রক্ষকের ভূমিকা পালন করবেন। কেউ যত্রতত্র আবর্জনা ফেললেই সাফা দা গিয়ে তার থেকে জরিমানা আদায় করবে। এমনকি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করতে পারবে সাফা দা। এই মর্মে গোটা শহরজুড়ে। প্ল্যাকার্ড ও পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে।
advertisement
এই বিষয়ে উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, সাফা দা এই ক্যারেক্টারটি মানুষের মনে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় বার্তা তা পৌঁছে দেবে। একইসঙ্গে শহরকে পরিষ্কার রাখতে গেলে জনগণকে পুরসভার পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হবে বলেও তিনি জানান। সাফা দা’র এই প্রচার অভিযান এখন সবে প্রথম পর্যায়ে আছে। আগামী দিনে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সাফা দা একটি বড় ক্যারেক্টার হয়ে দাঁড়াবে বলে মনে করছেন পুরপ্রধান। একইসঙ্গে আগামী দিনে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হবে, যেখানে কোন‌ও ব্যক্তি যদি কাউকে ডাস্টবিন ছাড়া অন্যত্র আবর্জনা ফেলতে দেখেন, তবে তাঁর ছবি তুলে হোয়াটসঅ্যাপ করলেই সাফা দা অভিযুক্তের বাড়ির দোরগোড়ায় হাজির হয়ে যাবেন। চালান কেটে তাঁকে জরিমানা করবেন। এর‌ই পাশাপাশি সাফা দা’কে নিয়ে নাটক, গান, জিঙ্গেল তৈরির পরিকল্পনাও আছে উত্তরপাড়া পুরসভার।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: যত্রতত্র আবর্জনা ফেললেই জরিমানার চালান নিয়ে হাজির হয়ে যাবেন 'সাফা দা'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement