Raja Ram Mohan Roy: রাজা রামমোহনের ২৫১ তম জন্ম দিবস উদযাপন

Last Updated:

১৭৭২ সালের ২২ মে খানাকুলের রাধানগর গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন রামমোহন রায়। কুসংস্কারাচ্ছন্ন ভারতে তিনি পাশ্চাত্য শিক্ষা ও জ্ঞানের আলো আনার পাশাপাশি কুসংস্কারের বিরুদ্ধে প্রবল প্রতাপে লড়াই করেছিলেন।

+
title=

মুর্শিদাবাদ: সতীদাহ প্রথা নিবারণের প্রাণপুরুষ ‘ভারত পথিক’ রাজা রামমোহন রায়ের ২৫১ তম জন্মদিন পালিত হল কান্দি পুরসভার উদ্যোগে। সোমবার সকালে রাজা রামমোহন রায়ের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন পুরপ্রধান জয়দেব ঘটক। উপস্থিত ছিলেন শহরের অন্যান্য কাউন্সিলররা।
১৭৭২ সালের ২২ মে খানাকুলের রাধানগর গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন রামমোহন রায়। কুসংস্কারাচ্ছন্ন ভারতে তিনি পাশ্চাত্য শিক্ষা ও জ্ঞানের আলো আনার পাশাপাশি কুসংস্কারের বিরুদ্ধে প্রবল প্রতাপে লড়াই করেছিলেন। সতীদাহের মতো ভয়ঙ্কর প্রথার অবসান তাঁর হাত ধরেই হয়। তার এই কৃতিত্বের জন্য ব্রিটিশ রাজ রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করে। সাহিত্য, ধর্ম, শিক্ষা বিজ্ঞান, সমাজ নীতি, রাষ্ট্রনীতি সবক্ষেত্রেই আপামর ভারতবাসীকে আধুনিকতার পাঠ দিয়েছিলেন রাজা রামমোহন রায়। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ‘ভারত পথিক’ বলেছিলেন। তাঁকে আধুনিক ভারতের জনক বলার মধ্যেও কোন‌ও অত্যুক্তি নেই।
advertisement
advertisement
১৮২৯ সালের ৪ ডিসেম্বর যেদিন গভর্নর জেনারেল বেন্টিঙ্ক আইনের মাধ্যমে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন সেদিনই শুরু হয়েছিল ভারতীয় সমাজের এক নতুন অধ্যায়। মুর্শিদাবাদের কান্দি পুরসভার পক্ষ থেকে ইতি মধ্যেই গ্রিন সিটি মিশনের অধীনে শহরের সৌন্দর্য্যয়ন করা হচ্ছে। সেই প্রকল্পেই অন্যান্য মনিষীদের পাশাপাশি রাজা রামমোহন রায়ের পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করা হয় এক বছর আগে। তাঁর জন্মদিবস উপলক্ষে সেই মূর্তিতেই শ্রদ্ধা নিবেদন করা হয়।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Raja Ram Mohan Roy: রাজা রামমোহনের ২৫১ তম জন্ম দিবস উদযাপন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement