প্রথা মেনে এই বছরের সোহরাই উৎসব অনুষ্ঠিত হচ্ছে কালচিনি ব্লকের দলসিংপাড়াতে। ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে দলসিংপাড়া স্টেশনলাইন এলাকায় এই সোহরাই পরব আয়োজন করা হয়।
ভারত জাকাত মাঝি পরগনা মহল সংগঠনের জেলা সভাপতি গোবিন্দ মারাণ্ডি জানান, এই উৎসবে মূলত প্রকৃতির পুজো করা হয়। যেখানে শিংবোমার পুজো এবং মারাং বুরু-র পুজো হয় । শিংবোমা হলেন সূর্য আর মারাং বুরু হচ্ছে তাদের পাহাড়-জঙ্গল, প্রকৃতির প্রতীক। এছাড়া প্রতিটি সাঁওতাল পরিবারের ঘরে মাঝে পুজো হয়। যার মাধ্যমে তাঁরা পূর্ব পুরুষদের স্মরণ করেন।
advertisement
আরও পড়ুন: দোকানের সিসিটিভি ক্যামেরা জঙ্গলে ছুড়ে ফেলে এ কী করল চোর!
সাঁওতালরা মারাং বুরু কে জন্ম-মৃত্যুরও দেবতা মনে করেন। তাঁদের গৃহদেবতার নাম ‘আবগে বোংগা‘। আদিবাসীদের মধ্যে সাঁওতালরা এমনিতে খুবই আবেগপ্রবণ এবং উচ্ছ্বাসপ্রিয় জাতি। বিভিন্ন পুজো পার্বণ ও সামাজিক উৎসবে তারা নাচ-গানে মেতে ওঠে। প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক রয়েছে। এরা বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকে। সাঁওতালদের বার্ষিক উৎসবের নাম সোহরাই। এই উৎসবে মেয়েরা দলবদ্ধভাবে নাচে। শীতের শেষে যখন বনে ফুল ফোটে তখন এরা বাহা উৎসব উদযাপন করে।
অনন্যা দে