Nadia News: দোকানের সিসিটিভি ক্যামেরা জঙ্গলে ছুড়ে ফেলে এ কী করল চোর!

Last Updated:

দোকানে সিসিটিভি ক্যামেরা লাগিয়েও লাভ হল না! চোর বুদ্ধি খাটিয়ে সেই সিসিটিভি ক্যামেরা জঙ্গলে ছুড়ে ফেলে হাত সাফাই করে ফেলল

+
title=

নদিয়া: শান্তিপুরের সোনার দোকানে দুঃসাহসিক চুরি। গভীর রাতে দোকানের গ্রিলের দরজার তালা ভেঙে ঢোকে চোর। সিন্দুক নামিয়ে ৫ কেজি রুপো এবং ৪০০ গ্রাম সোনা চুরি করে চম্পট দেয়। যাওয়ার আগে প্রমাণ লোপাটের জন্য দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে জঙ্গলে ফেলে দেয় চোর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত হিজুলি বাজারে। ওই বাজারের সোনার ব্যবসায়ী হাবিব শেখের দোকানে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। তিনি জানান, রবিবার রাতে অন্যান্য দিনের মত সময়েই দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন। তাঁর দোকানের গ্রিলের দরজার তালা ভাঙা দেখে সোমবার সকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা খবর দেয়। তাই শুনেই দোকানে ছুটে আসেন হাবিব শেখ। এরপর দোকানে ঢুকে দেখেন সব লন্ডভন্ড হয়ে পড়ে আছে। তাঁর অভিযোগ, গোটা দোকান সিসিটিভি ক্যামেরায় মোড়া ছিল। চুরির ঘটনা যাতে সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়ে তাই প্রথমে ক্যামেরা ও মনিটর খুলে দোকানের পাশের জঙ্গলে ফেলে দেয় দুষ্কৃতীরা। তারপর দোকানে লুটপাট চালায়।
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রতিদিন রাতে জুয়া ও মদের আসর বসে। সেখানে দুষ্কৃতীরা এসে জড়ো হয়। শুধু সোনার দোকানে নয়, ওই এলাকায় এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। সোমবার চুরির ঘটনার তদন্তের জন্য বাজারে যায় শান্তিপুর থানার পুলিশ। তখন উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। তাঁরা দাবি জানান, চুরির ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এদিকে সোনা ব্যবসায়ী হাবিব শেখ জানান, তাঁর দোকান থেকে সবকিছু লুঠ করে নিয়ে গিয়েছে চোরেরা। এখন তিনি সর্বস্বান্ত হয়ে গিয়েছেন।
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: দোকানের সিসিটিভি ক্যামেরা জঙ্গলে ছুড়ে ফেলে এ কী করল চোর!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement