এক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা জয়ন্তী রায় জানান, \"জটেশ্বর 2 গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগে আয়ের উৎস বাড়বে স্বনির্ভর গোষ্ঠীগুলির।পাশাপাশি 20 জন মহিলা আয়ের রাস্তা খুঁজে পাবেন।\" গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্য নানান উদ্যোগ গ্রহণ করে থাকে জটেশ্বর দুই গ্রাম পঞ্চায়েত।
আরও পড়ুনঃ নুন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে চা বাগানগুলিতে একঘন্টা গেট মিটিং
advertisement
এবারে 20 জন মহিলাদের প্রশিক্ষণের পাশাপাশি সেলাই কারখানার ব্যবস্থা করা হয়েছে।আপাতত স্কুলের পোশাক তৈরি করবেন মহিলারা।এরপর পুলিশের পোশাক তৈরির বরাত মিলবে বলে জানা যায়। কোনো মহিলা সেলাই প্রশিক্ষণ নিতে চাইলে যোগাযোগ করতে পারে জটেশ্বর ডালিমপুরের জটেশ্বর 2 গ্রাম পঞ্চায়েতে।
আরও পড়ুনঃ পনেরো বছর ধরে ঘরে শেকলবন্দী রায়মাটাং চা বাগানের বুধা তামাং!
ঠিকানা: জটেশ্বর 2 গ্রাম পঞ্চায়েত দফতর,H583 5HX, National Highway 31, Dalimpur, West Bengal 735211. ফোন নম্বর সমরেশ পাল - 9733138198. জটেশ্বর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল জানান,\"মহিলাদের স্বনির্ভর করতে সবরকমের সাহায্য করা হবে গ্রাম পঞ্চায়েতের তরফে।\"
Ananya Dey