Alipurduar: পনেরো বছর ধরে ঘরে শেকলবন্দী রায়মাটাং চা বাগানের বুধা তামাং!

Last Updated:

দীর্ঘ পনেরো বছর ধরে শেকলবন্দী আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানের বাসিন্দা বুধা তামাং।তার বয়স বর্তমানে চল্লিশ বছর। বুধা তামাং মানসিক ভারসাম্য হীন।

আলিপুরদুয়ারঃ দীর্ঘ পনেরো বছর ধরে শেকলবন্দী আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানের বাসিন্দা বুধা তামাং।তার বয়স বর্তমানে চল্লিশ বছর। বুধা তামাং মানসিক ভারসাম্য হীন। বছর পনেরো আগে তাকে পরিবারের সদস্যরা রাঁচিতে নিয়ে গিয়েছিল চিকিৎসার জন‍্য।যদিও সেখান থেকে সুস্থ হয়ে রায়মাটাং চা বাগানে ফিরে আসেন বুধা তামাং।সম্পূর্ণভাবে সে কতটা সুস্থ হয়েছিল তা নিয়ে থেকে যায় প্রশ্ন।কারণ রাঁচি থেকে ফিরে আসার কিছুমাস পর ফের সে পূনরায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। বুধা তামাং-এর বাড়িতে বৃদ্ধ মা-বাবা রয়েছে এছাড়া তার স্ত্রী ও এক ১৫ বর্ষীয় কন‍্যা সন্তান রয়েছে। পিতা ও মাতা দুজনেই চা বাগানে কাজ করেন।বুধা তামাং-এর স্ত্রী ও কন্যাসন্তান রয়েছে। বুধা তামাং ফের অসুস্থ হয়ে পড়ায় তার স্ত্রী এখন তার সঙ্গে থাকেন না। স্ত্রী বর্তমানে বাপের বাড়িতে থাকেন যদিও কন‍্যা সন্তান এই বাড়িতে থাকেন।বুধা তামাং-এর পরিবারের সদস্যরা জানান,\" আমরা চা বাগানের শ্রমিক আর রায়মাটাং চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় আমাদের সামর্থ‍্য ছিলনা ছেলেকে চিকিৎসা জন‍্য বাইরে নিয়ে যাই।
আর শেকল খোলা রেখে দিলে সে পালিয়ে যায়। অন্য কাউকে আক্রমণ করে সেজন‍্য ঘরে বন্দী করে রেখেছি শেকল দিয়ে। দীর্ঘ পনেরো বছর ধরে এই অবস্থায় আছে বুধা।\" শুক্রবার এই খবর পেয়ে রায়মাটাং চা বাগানে আসেন কালচিনি ব্লক প্রশাসনের আধিকারিকেরা ও স্ব‍াস্থ‍্য দফতরের আধিকারিকেরা । তারা পরিবারের লোকেদের সাথে কথাবার্তা বলেন। কালচিনি ব্লক স্ব‍্যাস্থ আধিকারিক ডাঃ সুভাষ কুমার কর্মকার জানান,\" আমরা উর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টা জানাচ্ছি। এবং বুধা তামাং-কে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন‍্য উদ‍্যোগ গ্ৰহণ করছি।\"
advertisement
আরও পড়ুনঃ ভারী বর্ষণে জলের তোড়ে ভেসে গেল নদীর উপর বাঁশের সাঁকো!
কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান, \"এক ব‍্যক্তি পনেরো বছর ধরে শেকলবন্দী। শোনামাত্র আমরা এসেছি। আমরা এই মানসিক ভারসাম্যহীন ব‍্যক্তির চিকিৎসা করানোয় উদ‍্যোগী হচ্ছি।\" রায়মাটাং চা বাগানের বাসিন্দা কলচিনি পঞ্চায়েত সমিতির সদস্য রাজকুমার ভুজেল জানান,দীর্ঘদিন থেকে বুধা তামাং শেকল বন্দী অবস্থায় আছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গণিত ও পদার্থ বিদ্যা নিয়ে গবেষণা করতে চায় মাধ্যমিকে চতুর্থ অভীক দাস
পরিবারের সদস্যদের আর্থিক ক্ষমতা নেই যে তাকে চিকিৎসা জন‍্য বাইরে নিয়ে যাবে। বুধা তামাং এর বাবা অবসরপ্রাপ্ত চা শ্রমিক। রাজকুমার ভুজেল জানান আমরা বিষয়টা প্রশাসনকে জানিয়েছি। আমারা চাই বুধা সুস্থ হয়ে ফিরে আসুক। প্রশাসনের কাছে আবেদন সরকার বুধার চিকিৎসার জন‍্য উদ‍্যোগী হক।
advertisement
Ananya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: পনেরো বছর ধরে ঘরে শেকলবন্দী রায়মাটাং চা বাগানের বুধা তামাং!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement