TRENDING:

Alipurduar News: তেড়ে আসছে তোর্ষা, তলিয়ে যাওয়ার মুখে প্রাচীন কালী মন্দির! ভিডিও দেখলে আঁতকে উঠবেন

Last Updated:

ব্যাপক আকার ধারণ করেছে তোর্ষা নদীর ভাঙন। আলিপুরদুয়ারে তলিয়ে যেতে পারে প্রাচীন কালী মন্দির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: কথাতেই আছে ‘নদীর পাড়ে বাস, চিন্তা বারো মাস’। আর সেই নদী যদি হয় তোর্ষা তবে তো চিন্তা হয়ে যায় দ্বিগুন। বর্ষায় বৃষ্টি হলেই ফুলেফেঁপে ওঠে এই তওর্ষআ নদী। আর তাতেই ভাঙতে শুরু করে পাড়। বাড়ি, চাষের জমি হারিয়ে সর্বশান্ত হন বহু মানুষ। সেই তোর্ষার ভাঙনে এবার বিপন্ন এক প্রাচীন মন্দির।
advertisement

আরও পড়ুন: মধ্যমগ্রামের পর এবার বসিরহাটে টোটোয় চালু কিউআর কোড, পুজোর আগেই যানজট মুক্ত শহর

ভুটানের পাহাড়ি নদী তোর্ষা। সারাবছর এই নদীতে জল থাকে। ভুটান আবার বৃষ্টিপ্রবণ দেশ। বর্ষাকালে ভুটানের পাহাড়ের জল তোর্ষায় এসে মেশে। আর তাতেই ফুলেফেঁপে ভয়ঙ্কর রূপ ধারণ করে নদীটি। এই সময় তোর্ষার গর্জনে কান পাতা দায় হয়ে ওঠে। ভুটানের নিকটবর্তী হওয়ায় হাসিমারা, জয়গাঁয় বর্ষাকালে ভাঙন ধরে তোর্সার পাড়ে। ইতিমধ‍্যেই জয়গাঁয় তোর্ষার ভাঙনে নদীগর্ভে তলিয়ে গিয়েছে দশটি বাড়ি। হাসিমারা কালী মন্দির সংলগ্ন তোর্ষা নদীতেও ভাঙন শুরু হয়েছে। এই প্রাচীন কালী মন্দিরটি এবার নদীর ভাঙনে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা।

advertisement

View More

গত ক’দিনের টানা বৃষ্টিতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এই এলাকায় নদী চওড়ায় বেড়েছে পাঁচশো ফুট। বাঁধ না থাকায় মন্দিরের জমি প্রতিদিন একটু একটু করে তলিয়ে যাচ্ছে তোর্ষায়। ফলে এখন বিকেল গঙ্গা আরতির আয়োজন করা যাচ্ছে না। গঙ্গা আরতির জন‍্য যে জায়গাটি আছে সেটিও বিপন্ন। গঙ্গা আরতি করতে ভয় পাচ্ছেন পুরোহিতরা। স্থানীয় বাসিন্দা তথা মন্দির কমিটির সদস‍্য রাজ থাপা বলেন, প্রশাসনের কাছে অনুরোধ বাঁধটি তৈরি করে দিক। পাকা বাঁধ হলে মন্দিরের জায়গার ক্ষতি হবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: তেড়ে আসছে তোর্ষা, তলিয়ে যাওয়ার মুখে প্রাচীন কালী মন্দির! ভিডিও দেখলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল