North 24 Parganas News: মধ্যমগ্রামের পর এবার বসিরহাটে টোটোয় চালু কিউআর কোড, পুজোর আগেই যানজট মুক্ত শহর

Last Updated:

বৈধ টোটো বাছাই করে শহরকে যানজট মুক্ত করতে বসিরহাটে চালু হল বিশেষ কিউআর কোড ব্যবস্থা

+
title=

উত্তর ২৪ পরগনা: মধ্যমগ্রামের পর এবার বসিরহাটে টোটো নিয়ন্ত্রণে কিউআর কোড চালু হল। রাজ্যে জনঘনত্বের নিরিখে প্রথম সারিতে অবস্থান শহর বসিরহাটের। এই শহরের উপর দিয়েই ঘোজাডাঙা সীমান্তে প্রতিনিয়ত চলাচল করে অসংখ্য পণ্যবাহী ট্রাক। ফলে এই শহরে গাড়ির চাপ থাকে সব সময়ই। এখানে যানজট নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। টোটো এসে সেই যান যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছে শহরবাসীর। টোটো বসিরহাটের নাভিশ্বাস তুলে দিয়েছে। শহরের নিত্য যানজটের জন্য কয়েক হাজার টোটোকেই দুষছে বসিরহাট। এই পরিস্থিতিতে টোটকে নিয়ন্ত্রণে আনতেই চালু হল কিউআর কোড ব্যবস্থা।
মধ্যমগ্রামের পর এবার বসিরহাটে রাস্তায় যত্রতত্র টোটোর দাপট ঠেকাতে লাগানো হচ্ছে কিউআর কোড। অভিনব এই উদ্যোগ নিয়েছ বসিরহাট পুরসভা। বসিরহাট শহরজুড়ে এই মুহূর্তে ২৫০০-৩০০০ টোটো চলছে। অলিতে গলিতে টোটো স্ট্যান্ড গজিয়ে উঠছে। একইসঙ্গে অটো চালকদের সঙ্গে টোটো চালকদের ঝামেলা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি টোটোকে নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ করেছে পুরসভা।
advertisement
advertisement
এই কিউআর কোড চালু প্রসঙ্গে আইএনটিটিইউসি-র বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভাস্কর মিত্র বলেন, বেকার যুবকদের শুধুমাত্র টোটো চালানোর সুযোগ দেওয়া হবে। যারা পয়সা আছে বলে একাধিক টোটো রাস্তায় নামিয়ে ড্রাইভার দিয়ে চালায় তারা সুযোগ পাবেন না। একজনের নামে একটির বেশি টোটোর রেজিস্ট্রেশন রাখার অনুমতি দেওয়া হবে না। আগামী মাস থেকেই বসিরহাটের টোটোগুলিতে কিউ আর কোড বসানো হবে। জানা গিয়েছে, এই কিউআর কোড স্ক্যান করা হলে টোটোর মালিকের যাবতীয় তথ্য পাওয়া যাবে। সরকারি রেজিষ্ট্রেশন নম্বর, চালকের লাইসেন্সের তথ্য, কোন রুটে চলে সবকিছু সেখানে উল্লেখ থাকবে।
advertisement
এর ফলে আগামী মাস থেকে যে টোটোগুলিতে কিউআর কোড থাকবে না সেগুলিকে আর বসিরহাটে চলাচল করতে দেওয়া হবে না। এই পদ্ধতির ফলে বসিরহাটে বেআইনি টোটোর দাপট কমবে বলে আশা করছে প্রশাসন। তাতে সামগ্রিকভাবে শহরে টোটোর সংখ্যা কমলো। পুরো পদ্ধতিটিই ডিজিটাল হতে চলেছে। সব মিলিয়ে বসিরহাট শহর পুজোর আগেই যানজটহীন হবে বলে জানিয়েছেন বসিরহাটের পুরপ্রধান অদিতি মিত্র।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মধ্যমগ্রামের পর এবার বসিরহাটে টোটোয় চালু কিউআর কোড, পুজোর আগেই যানজট মুক্ত শহর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement