আলিপুরদুয়ার জেলার প্রতিটি থানার উদ্যোগে চলছে খেলা। কালচিনি থানার মাঠে আয়োজিত এই খেলায় এদিন পনেরোটি দলের মধ্যে নক আউট টুর্নামেন্ট চলে। কালচিনি থানার ওসি টিএন লামা জানান,নক আউট টুর্নামেন্ট থেকে যারা জয়ী হবে। তাদের নিয়ে কোয়ার্টার ফাইনাল খেলার আয়োজন করা হবে। এরপর ধাপে ধাপে সেমিফাইনাল। এরপর ফাইনাল। সর্বশেষ খেলা হবে আলিপুরদুয়ারে।
advertisement
আরও পড়ুনঃ বরাই মিজোং অনুষ্ঠানে মেতে উঠল মঙ্গর জনজাতির মানুষেরা
বিজয়ী টিম পাবে নগদ পঁচিশ হাজার টাকা। রানার আপ টিম পাবে নগদ পনেরো হাজার টাকা। কালচিনিতে খেলোয়ার প্রচুর রয়েছে।এদের মধ্যে অনেকে প্রশিক্ষণের অভাবে পিছিয়ে পড়ে।প্রতিটি প্রতিভা সংরক্ষণ করতে চায় পুলিশ। এছাড়া যুব সমাজকে অন্ধকার থেকে আলোর দিশা দেখাতেও এই খেলাগুলি সহায়তা করবে বলে বিশ্বাস পুলিশের।
advertisement
Annanya Dey
Location :
First Published :
December 14, 2022 6:16 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্রতিভা খুঁজে বের করতে পুলিশের উদ্যোগে রাইনো কাপ ভলিবল টুর্নামেন্ট