আরও পড়ুন: ফের সঙ্কটে ডুয়ার্সের ময়ূর! চা বাগান থেকে মৃত অবস্থায় উদ্ধার
চা শ্রমিকদের অভিযোগ, মধু চা বাগানের দায়িত্বে থাকা কালজানি মহিলা সংঘ সঠিকভাবে রেশন বণ্টন করছে না। ফলে শ্রমিকদের হয়রানির শিকার হতে হচ্ছে। শ্রমিকদের আরও অভিযোগ, বেশ কয়েকমাস ধরে রেশন নিয়ে সমস্যা চলছে। সময় মত রেশন দেওয়া হয় না। রেশন নিতে বারবার আসতে হয়। প্রায়শই দায়িত্বে থাকা ডিলার জানিয়ে দেন, জিনিসপত্র আসেনি। সনিয়া খড়িয়া নামে এক চা শ্রমিক জানান, রেশন বণ্টনের কোনও সময় নেই। অধিকাংশ শ্রমিকের রেশন বকেয়া আছে। গতমাসের রেশন এখনও মেলেনি। এই রেশনের উপরেই নির্ভর করে তাঁদের সংসার চলে। ফলে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন চা শ্রমিকরা।
advertisement
এই বিষয়ে সাঁতালি গ্ৰাম পঞ্চায়েতের তরফে বলা হয়েছে, শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ আসছে। রেশন নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। যদিও এই বিষয়ে রেশন বণ্টনে দায়িত্বে থাকা কালজানি মহিলা সংঘের পক্ষ থেকে আরতি বিশ্বকর্মা জানান, সবাইকে রেশন দেওয়া হয় এবং লাইনে যতক্ষণ লোক থাকে ততক্ষণ দোকান খোলা থাকে। গ্ৰাহক বেশি থাকায় একসঙ্গে সবাইকে দেওয়া সম্ভব হয় না। শ্রমিকরা নাছোড়বান্দা মনোভাব দেখায়।
অনন্যা দে