Alipurduar News: ফের সঙ্কটে ডুয়ার্সের ময়ূর! চা বাগান থেকে মৃত অবস্থায় উদ্ধার
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ডুয়ার্সের চা বাগান এলাকায় ময়ূরদের বিপদ বাড়ছে। এবার মৃত অবস্থায় উদ্ধার হল একটি ময়ূর
আলিপুরদুয়ার: ডুয়ার্সের চা বাগান থেকে ফের একটি অসুস্থ ও একটি মৃত ময়ূর উদ্ধার হল। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের কালচিনি চা বাগানের। বুধবার সকালে চা বাগানে একটি অসুস্থ ও একটি মৃত ময়ূরকে দেখতে পান শ্রমিকরা। খবর দেওয়া হয় ব নদফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা ও পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা।
গত সপ্তাহখানেক ধরে আলিপুরদুয়ারের বিভিন্ন চা বাগান থেকে অসুস্থ অবস্থায় বেশ কিছু ময়ূর উদ্ধার হচ্ছিল। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তবে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল, সম্ভবত এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া সংক্রমনের ফলে অসুস্থ হয়ে পড়ছে ময়ূরগুলো। তবে এবার মৃত ময়ূর উদ্ধার হওয়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
advertisement
advertisement
কালচিনি চা বাগান থেকে বনকর্মীরা অসুস্থ ও মৃত দুটি ময়ূর উদ্ধার করে। ময়ূর দুটিকে রাজাভাতখাওয়ার প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, অসুস্থ ময়ূরটিকে চিকিৎসার করার পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অপরদিকে কী কারণে আরেকটি ময়ূরের মৃত্যু হয়েছে তার তদন্ত চলছে। চা বাগানে কীটনাশকের ব্যবহারের কারণে ময়ূরের মৃত্যু উড়িয়ে দিচ্ছে না কেউই।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 13, 2023 5:33 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ফের সঙ্কটে ডুয়ার্সের ময়ূর! চা বাগান থেকে মৃত অবস্থায় উদ্ধার








