প্রভু যীশুর জন্মের ইতিহাস নাটকের মধ্য দিয়ে বর্নণা করা হয়। এই অনুষ্ঠানে দুস্থদের সেবা করা হয়। ভার্নোবাড়িতে সন্ধ্যা নামতেই বাগানের মাঠ থেকে ভেসে আসে গানের সুর। সামনে গেলে দেখা যায় মঞ্চ তৈরি করা হয়েছে। ক্রিসমাস স্টার দিয়ে সাজানো হয়েছে মঞ্চটিকে। প্রভু যীশুর জন্মস্থান রঙিন কাগজ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আলোর ব্যবস্থা সেভাবে না থাকলেও অনুষ্ঠানটিকে বর্ণময় করে তোলার কোনও খামতি রাখেননি বাগানের শ্রমিকরা। বাগানের ছেলেমেয়েরা নিজেরা এক নাটকের আয়োজন করে।
advertisement
আরও পড়ুনঃ দলগাঁও চা বাগানে স্বস্তি, খাঁচাবন্দী হল একটি লেপার্ড
যেখানে দেখানো হয় প্রভু যীশুর জন্ম উপাখ্যান। সান্তাক্লজ সেজে শিশুরা মঞ্চে নাচ,গান করে। কেক কেটে,বাজি পুড়িয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়। শ্রমিকদের তরফে জানা যায় এরপর বড়দিনের আগের দিন পর্যন্ত প্রতিটি বাড়ি গিয়ে গিয়ে নাচ, গান করে চাদা সংগ্রহ করবে বাগানের কিশোর-কিশোরীরা। সংগৃহীত টাকা দিয়ে বাগানের একচালের তৈরি চার্চটি সাজানো হবে। বড়দিনে সমাজসেবা করা হবে। বড়দিনে সকলের মুখে যাতে হাসি থাকে তার জন্য সব চেষ্টা করবেন শ্রমিকরা।
Annanya Dey