TRENDING:

Alipurduar News: ভার্নোবাড়ি চা বাগানে শুরু প্রাক বড়দিনের উৎসবের আনন্দ

Last Updated:

বড়দিন নিয়ে এক আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায় ডুয়ার্সের চা বাগানগুলিতে। বড়দিনের প্রাক মুহুর্ত থেকে শুরু হয়ে যায় শ্রমিক মহল্লাগুলিতে আনন্দোৎসব। প্রি ক্রিসমাস পার্টির আয়োজন হয় শ্রমিক মহল্লাগুলিতে। আবার কোনও সময় দেখা যায় বাগানের একটি স্থানে মঞ্চ তৈরি করে প্রি ক্রিসমাস আয়োজিত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : বড়দিন নিয়ে এক আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায় ডুয়ার্সের চা বাগানগুলিতে। বড়দিনের প্রাক মুহুর্ত থেকে শুরু হয়ে যায় শ্রমিক মহল্লাগুলিতে আনন্দোৎসব। প্রি ক্রিসমাস পার্টির আয়োজন হয় শ্রমিক মহল্লাগুলিতে। আবার কোনও সময় দেখা যায় বাগানের একটি স্থানে মঞ্চ তৈরি করে প্রি ক্রিসমাস আয়োজিত হয়। আলিপুরদুয়ারের ভার্নোবাড়ি চা বাগানে আয়োজিত হয় প্রি ক্রিসমাস পার্টির।যেখানে শ্রমিক মহল্লার যুবক,যুবতী ও কচিকাঁচারা নাচ গানে অংশগ্রহণ করে।চা বাগানে আলোর সমস্যা বহু পুরোনো। কিন্তু ডিজিটাল দুনিয়ায় স্মার্টফোন সকলের হাতে। তাই উৎসবটি আলোকিত করে তুলতে মোবাইলের ফ্লাস লাইট জ্বালাতে দেখা যায় সকলকে।
advertisement

প্রভু যীশুর জন্মের ইতিহাস নাটকের মধ্য দিয়ে বর্নণা করা হয়। এই অনুষ্ঠানে দুস্থদের সেবা করা হয়। ভার্নোবাড়িতে সন্ধ্যা নামতেই বাগানের মাঠ থেকে ভেসে আসে গানের সুর। সামনে গেলে দেখা যায় মঞ্চ তৈরি করা হয়েছে। ক্রিসমাস স্টার দিয়ে সাজানো হয়েছে মঞ্চটিকে। প্রভু যীশুর জন্মস্থান রঙিন কাগজ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আলোর ব্যবস্থা সেভাবে না থাকলেও অনুষ্ঠানটিকে বর্ণময় করে তোলার কোনও খামতি রাখেননি বাগানের শ্রমিকরা। বাগানের ছেলেমেয়েরা নিজেরা এক নাটকের আয়োজন করে।

advertisement

আরও পড়ুনঃ দলগাঁও চা বাগানে স্বস্তি, খাঁচাবন্দী হল একটি লেপার্ড

যেখানে দেখানো হয় প্রভু যীশুর জন্ম উপাখ্যান। সান্তাক্লজ সেজে শিশুরা মঞ্চে নাচ,গান করে। কেক কেটে,বাজি পুড়িয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়। শ্রমিকদের তরফে জানা যায় এরপর বড়দিনের আগের দিন পর্যন্ত প্রতিটি বাড়ি গিয়ে গিয়ে নাচ, গান করে চাদা সংগ্রহ করবে বাগানের কিশোর-কিশোরীরা। সংগৃহীত টাকা দিয়ে বাগানের একচালের তৈরি চার্চটি সাজানো হবে। বড়দিনে সমাজসেবা করা হবে। বড়দিনে সকলের মুখে যাতে হাসি থাকে তার জন্য সব চেষ্টা করবেন শ্রমিকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ভার্নোবাড়ি চা বাগানে শুরু প্রাক বড়দিনের উৎসবের আনন্দ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল