Alipurduar News: ঠান্ডার দাপট বজায় থাকবে উত্তরের বিভিন্ন জেলায়
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
উত্তরবঙ্গে অব্যাহত রয়েছে শীতের দাপট। তবে এরই মাঝে কিছু জেলায় সামান্য তাপমাত্রা বেড়েছে। যদিও তা ক্ষণস্থায়ী। ৪৮ ঘণ্টা পর ফের নামবে পারদ বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
advertisement
1/5

আলিপুরদুয়ার, অনন্যা দে:উত্তরবঙ্গে অব্যাহত রয়েছে শীতের দাপট। তবে এরই মাঝে কিছু জেলায় সামান্য তাপমাত্রা বেড়েছে। যদিও তা ক্ষণস্থায়ী। ৪৮ ঘণ্টা পর ফের নামবে পারদ বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
advertisement
2/5
উত্তরবঙ্গে শীতের আমেজ থাকবে জাঁকিয়ে।কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের মত পরিস্থিতি থাকবে বলে আরও দু’দিন। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নীচে থাকার সম্ভাবনা অধিকাংশ জেলায় বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
advertisement
3/5
দার্জিলিং ও সংলগ্ন এলাকায় কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আপাতত সাতদিন বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও।
advertisement
4/5
দার্জিলিং জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কালিম্পংয়ে কনকনে ঠান্ডা অনুভূত হবে। তবে পর্যটকদের পর্যটন স্থানগুলি ঘুরে বেড়ানোর ক্ষেত্রে তেমন কোনও অসুবিধা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সঙ্গে গরম জামাকাপড় থাকতে হবে।
advertisement
5/5
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় কেমন থাকবে তা জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১১. ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩. ৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬. ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৯. ১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৭. ৬, সর্বনিম্ন ৯. ১ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ১১. ৭ ডিগ্রি সেলসিয়াস।