জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম ইমরান আলি। তার বয়স ২১ বছর। ওই মাদক পাচারকারী কালিয়াচকের বাসিন্দা বলে দাবি পুলিশের। গোপনসুত্রে খবর পেয়ে পুলিশ হোটেলের অন্যান্য আবাসিক সেজেছিলেন। যুবকটির সঙ্গে বন্ধুর মত মিশে অভিযানে সফল হন পুলিশকর্মীরা। ওই লজে ঘাঁপটি মেরে থাকা যুবকটিকে মাল সমেত পাকড়াও করে পুলিশ।
আরও পড়ুন ঃ কীভাবে সুরক্ষিত থাকে সীমান্ত ঘুরে দেখল পড়ুয়ারা
advertisement
ঠিক কি মতলবে ওই যুবক ফালাকাটায় এসেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়। যেহেতু বিষয়টি এনডিপিএস মামলার আওতাভুুক্ত তাই ঘটনার সরজমিনে তদন্তে উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার, ছিলেন স্থানীয় থানার আইসি সমিত তালুকদার। অভিযুক্তকে বৃহস্পতিবার কোর্টে পাঠান হয়েছে।
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2023 6:47 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অপরাধীকে ধরতে ছদ্মবেশ! ফিল্মি কায়দায় পুলিশের জালে মাদক কারবারি






