Alipurduar News: কীভাবে সুরক্ষিত থাকে সীমান্ত ঘুরে দেখল পড়ুয়ারা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
স্কুল পড়ুয়াদের দেশের সীমান্ত রক্ষার কাজ ঘুরিয়ে দেখাল এসএসবি
আলিপুরদুয়ার: দেশের সীমান্তের সুরক্ষা কীভাবে রক্ষা করা হয় হাতে-কলমে তা পড়ুয়াদের দেখানো হল। ভুটান সীমান্তের পাসাখা পরিদর্শন করানো হল একদল স্কুল পড়ুয়াকে। এই উদ্যোগের পিছনে ছিল সশস্ত্র সীমাবল বা এসএসবি। তাঁদের জওয়ানরা কীভাবে সীমান্তকে নিরাপদ রাখেন, কীভাবে দেশের মানুষকে রক্ষার জন্য তাঁরা দিনরাত তৎপর থাকেন সবকিছুই ওই পড়ুয়াদের হাতে-কলমে দেখাল এসএসবি।
কৌতুহলী স্কুল পড়ুয়াদের যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন এসএসবি-র জওয়ানরা। এসএসবি-র ৫৩ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে ভারত-ভুটান সীমান্তের জয়গাঁর খোকলাবস্তি,পাসাখা সীমান্ত ও ভুটান গেটে নিয়ে যাওয়া হয় স্কুল পড়ুয়াদের।ফালাকাটার রায়মন্ড মেমরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের ৪০ পড়ুয়াকে নিয়ে আসেন এসএসবি-র জওয়ানরা। আজাদি কি অমৃত মহোৎসবের অংশ হিসেবে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
পড়ুয়াদের প্রথমে খোকলাবস্তির এসএসবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্যাম্প ইনচার্জ হাকিম সিং তাদের সামনে এলাকার ম্যাপ তুলে ধরেন। বোঝান কোথা থেকে শুরু হয়েছে ভুটান সীমান্ত। এরপর পাসাখা সীমান্তে নিয়ে যাওয়া হয় তাদর। এই সীমান্ত দিয়ে ভুটানে পণ্যবাহী গাড়ি প্রবেশ করে। কীভাবে গাড়ির চেকিং হয়, নথি পরীক্ষা করা হয় সবকিছু ওই পড়ুয়াদের বিস্তারিত দেখানো হয়। এই অভিজ্ঞতা তাদের সারা জীবনের পাথেয় বলে জানিয়েছে পড়ুয়ারা।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2023 5:32 PM IST