আলিপুরদুয়ারের হাসিমারা চৌপথি এলাকাটি গুরুত্বপূর্ণ স্থান। এই এলাকা থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি যাওয়ার বাস পাওয়া যায়।স্বাভাবিকভাবেই এখানে ব্যবসার বেশ রমরমা আছে। জায়গাটি জনবহুলও বটে। কিন্তু এই এলাকাতেই সম্প্রতি দেখা দিয়েছে এক বিপত্তি। হঠাৎ করেই অনেকটা বেড়ে গিয়েছে চুরির ঘটনা। কখনও দোকান থেকে আবার কখনও এলাকার বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছে দরকারি জিনিস থেকে মূল্যবান সামগ্রী সবকিছু। এদিকে হাসিমারা চৌপথি থেকে ঢিল ছোড়া দুরত্বে রয়েছে হাসিমারা ফাঁড়ি। কিন্তু তারপরও চোরের উপদ্রব না কমায় প্রশ্ন উঠছে।
advertisement
আরও পড়ুন: হঠাৎ দু'দিনের মাথায় ধর্মঘট প্রত্যাহার পুরুলিয়া পাম্প স্টোরেজের অস্থায়ী কর্মীদের, কী কারণ জানুন
সম্প্রতি এই এলাকার পাঁচটি দোকান ও তিনটি বাড়িতে পরপর চুরির ঘটনা ঘটেছে। সবকটি চুরিই রাতের অন্ধকারে হয়েছে। স্থানীয়দের অনুমান, স্থানীয় বাসিন্দাদেরই কেউ কেউ এই চুরির সঙ্গে জড়িত। নাহলে তাদের কাছে সব তথ্য থাকা সম্ভব ছিল না। যেসব বাড়িতে চুরির ঘটনা ঘটেছে সেই সময় বাড়িগুলিতে কেউ ছিল না বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে হাসিমারার মানুষের দাবি, চোরের উপদ্রব ঠেকাতে হলে অবিলম্বে গোটা এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। কিন্তু তাঁদের এই দাবি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।
অনন্যা দে