Purulia News: হঠাৎ দু'দিনের মাথায় ধর্মঘট প্রত্যাহার পুরুলিয়া পাম্প স্টোরেজের অস্থায়ী কর্মীদের, কী কারণ জানুন

Last Updated:

ইলেকট্রিক্যাল, মেইনটেন্যান্স, সুপারভাইজার, ড্রাইভার সহ বিভিন্ন বিভাগের কাজ কার্যত থমকে যায়। অবশেষে শ্রম দফতরের পক্ষ থেকে এই অস্থায়ী শ্রমিকদের যাবতীয় দাবিদাওয়া পুনর্বিবেচনা করার আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেন।

+
title=

পুরুলিয়া: শ্রম দফতরের আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নিলেন বাগমুন্ডির পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের অস্থায়ী কর্মীরা। পিএফ, মেডিক্লেম চালু, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে গত দু'দিন ধরে তাঁরা কর্মবিরতি পালন করছিলেন। অবশেষে শ্রম দফতরের পক্ষ থেকে তাঁদের দাবি দাওয়া বিবেচনা করার আশ্বাস দেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করা হয়।
পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টে বেশ কিছুদিন ধরে নানান অচলাবস্থা চলছে। এখানকার অস্থায়ী শ্রমিকদের অভিযোগ, তাঁদের উপর নির্ভর করে যাবতীয় কাজ হলেও তাঁদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এর আগে একাধিকবার বেতন বৃদ্ধির দাবি জানানো হয়। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এর প্রভাবে ইলেকট্রিক্যাল, মেইনটেন্যান্স, সুপারভাইজার, ড্রাইভার সহ বিভিন্ন বিভাগের কাজ কার্যত থমকে যায়। অবশেষে শ্রম দফতরের পক্ষ থেকে এই অস্থায়ী শ্রমিকদের যাবতীয় দাবিদাওয়া পুনর্বিবেচনা করার আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেন।
advertisement
advertisement
ধর্মঘট তুলে নিলেও পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের অস্থায়ী শ্রমিকরা স্পষ্ট জানিয়েছেন, তাঁদের সমস্যার সমাধান না হলে ফের আন্দোলনের পথে হাঁটবেন। আগামী দিনে সেক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এই অস্থায়ী শ্রমিকরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: হঠাৎ দু'দিনের মাথায় ধর্মঘট প্রত্যাহার পুরুলিয়া পাম্প স্টোরেজের অস্থায়ী কর্মীদের, কী কারণ জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement