বাজারে সারাবছরই মেলে এই সবজিটি। দামও বেশ ভালই পাওয়া যায়। তাই কালচিনির লতাবাড়ি এলাকার কৃষকরা ক্যাপসিকাম চাষের দিকে ঝুঁকেছেন। প্রথমবার চাষেই ভাল লাভের মুখ দেখছেন তারা।
লতাবাড়ি এলাকার কৃষকেরা কেউ আধ বিঘা আবার কেউ এক বিঘা জমিতে প্রথমবারের মত এই সবজির চাষ করেছিলেন।ফলন হয়েছে প্রতিটি কৃষকের। ক্যাপসিকাম গাছ থেকে তুলে তা বাজারে বিক্রি করছেন তারা।আশি টাকা কিলোদরে বিক্রি হচ্ছে ক্যাপসিকাম বলে জানালেন কৃষক ঘনশ্যাম ছেত্রী।
advertisement
আরও পড়ুন: গরম পড়তে না পড়তেই জলাভাব! নাজেহাল সাধারণ মানুষ, অভিযোগেও মেলেনি সুরাহা
তিনি জানান, চারা লাগানর জন্য বেড তৈরি করে নিতে হয়েছিল তাদের। জমিতে চারার সারির মাঝখানে ড্রেনের ব্যবস্থা করেছেন।গোবর সার প্রয়োগ করে ক্যাপসিকামের ফলন ফলিয়েছেন তিনি।সঠিক নিয়মে সঠিক পরিচর্যার ক্যাপসিকাম চাষের বাণিজ্যিক ভাবে লাভবান হওয়া যায়। স্বল্প মূলধনে এই ব্যবসায় অধিক লাভ করা সম্ভব বলে জানান তিনি।
Annanya Dey