Alipurduar News: গরম পড়তে না পড়তেই জলাভাব! নাজেহাল সাধারণ মানুষ, অভিযোগেও মেলেনি সুরাহা

Last Updated:

Alipurduar News: সপ্তাহে দু'দিন বাগানের তরফ থেকে জলের ট‍্যাঙ্কি পাঠানো হয় এলাকায়।তখন জল সংগ্রহের জন‍্য হইচই পড়ে যায়। কিন্তু পাইপ দিয়ে যে ধীর গতিতে জল বেরতে থাকে, তা দেখলে আঁতকে ওঠেন বাসিন্দারা।

+
জল

জল পড়ছে না পাইপ থেকে

আলিপুরদুয়ার: এই সমস‍্যা বহুদিনের। জলকষ্টে হাহাকার পড়েছে কালচিনি চা বাগানের গুদাম লাইন এলাকায়। একটু জল পাওয়ার আশায় বাগানের পাইপের সামনে বসে থাকেন বাসিন্দারা।
সপ্তাহে দু'দিন বাগানের তরফ থেকে জলের ট‍্যাঙ্কি পাঠানো হয় এলাকায়।তখন জল সংগ্রহের জন‍্য হইচই পড়ে যায়। কিন্তু পাইপ দিয়ে যে ধীর গতিতে জল বেরতে থাকে, তা দেখলে আঁতকে ওঠেন বাসিন্দারা।একটি বাসন ভরতে সময় লেগে যায় চল্লিশ মিনিট। পাইপ দিয়ে জল যে ভাবে নির্গত হয়, তা দেখে লাইনের বাসিন্দারা বিষয়টি জানিয়েছিল বাগান কর্তৃপক্ষকে।কিন্তু তাঁদের উদাসীন মনোভাব দেখে শ্রমিকরা বুঝে গিয়েছেন পাইপ আর বদল হবে না।
advertisement
advertisement
বিষয়টি নিয়ে স্থানীয় উপপ্রধানের দরবারে গিয়েছিল বাসিন্দারা।সেখান থেকে কোনও সদুত্তর মেলেনি বলে জানান বাসিন্দা শুক্রা ওরাঁও। তাঁর কথায়, সপ্তাহে দু'দিন জলের ট‍্যাঙ্কি পাঠানো হয়।সেই জল এলাকার অর্ধেক বাসিন্দা ভরতেই পারেন না। যার জন‍্য চার কিলোমিটার ঘুরে যেতে হয় নদীতে। জঙ্গলের রাস্তা দিয়ে নদীতে যেতে হলে প্রতি মুহুর্তে বিপদের আতঙ্ক লেগে থাকে। যদিও এ বিষয়ে এলাকার উপপ্রধান কিছু বলতে চাননি।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: গরম পড়তে না পড়তেই জলাভাব! নাজেহাল সাধারণ মানুষ, অভিযোগেও মেলেনি সুরাহা
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement