Alipurduar News: গরম পড়তে না পড়তেই জলাভাব! নাজেহাল সাধারণ মানুষ, অভিযোগেও মেলেনি সুরাহা

Last Updated:

Alipurduar News: সপ্তাহে দু'দিন বাগানের তরফ থেকে জলের ট‍্যাঙ্কি পাঠানো হয় এলাকায়।তখন জল সংগ্রহের জন‍্য হইচই পড়ে যায়। কিন্তু পাইপ দিয়ে যে ধীর গতিতে জল বেরতে থাকে, তা দেখলে আঁতকে ওঠেন বাসিন্দারা।

+
জল

জল পড়ছে না পাইপ থেকে

আলিপুরদুয়ার: এই সমস‍্যা বহুদিনের। জলকষ্টে হাহাকার পড়েছে কালচিনি চা বাগানের গুদাম লাইন এলাকায়। একটু জল পাওয়ার আশায় বাগানের পাইপের সামনে বসে থাকেন বাসিন্দারা।
সপ্তাহে দু'দিন বাগানের তরফ থেকে জলের ট‍্যাঙ্কি পাঠানো হয় এলাকায়।তখন জল সংগ্রহের জন‍্য হইচই পড়ে যায়। কিন্তু পাইপ দিয়ে যে ধীর গতিতে জল বেরতে থাকে, তা দেখলে আঁতকে ওঠেন বাসিন্দারা।একটি বাসন ভরতে সময় লেগে যায় চল্লিশ মিনিট। পাইপ দিয়ে জল যে ভাবে নির্গত হয়, তা দেখে লাইনের বাসিন্দারা বিষয়টি জানিয়েছিল বাগান কর্তৃপক্ষকে।কিন্তু তাঁদের উদাসীন মনোভাব দেখে শ্রমিকরা বুঝে গিয়েছেন পাইপ আর বদল হবে না।
advertisement
advertisement
বিষয়টি নিয়ে স্থানীয় উপপ্রধানের দরবারে গিয়েছিল বাসিন্দারা।সেখান থেকে কোনও সদুত্তর মেলেনি বলে জানান বাসিন্দা শুক্রা ওরাঁও। তাঁর কথায়, সপ্তাহে দু'দিন জলের ট‍্যাঙ্কি পাঠানো হয়।সেই জল এলাকার অর্ধেক বাসিন্দা ভরতেই পারেন না। যার জন‍্য চার কিলোমিটার ঘুরে যেতে হয় নদীতে। জঙ্গলের রাস্তা দিয়ে নদীতে যেতে হলে প্রতি মুহুর্তে বিপদের আতঙ্ক লেগে থাকে। যদিও এ বিষয়ে এলাকার উপপ্রধান কিছু বলতে চাননি।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: গরম পড়তে না পড়তেই জলাভাব! নাজেহাল সাধারণ মানুষ, অভিযোগেও মেলেনি সুরাহা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement