South Dinajpur News: একই জমিতে পেঁপে, টমেটো, ড্রাগন ফল চাষ! নতুন দিশা দেখাচ্ছেন এই কৃষকরা
Last Updated:
South Dinajpur News: বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের জলঘর এলাকায় একাধিক কৃষক একই জমির মধ্যে একাধিক ফল সহ সবজি চাষ করছে
দক্ষিণ দিনাজপুর: চিরাচরিত চাষ আবাদ করে লাভের মুখ দেখতে না পাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়ছিলেন স্থানীয় কৃষকরা। এরপর সোশ্যাল মিডিয়ায় দৌলতে চাষের বিষয়বস্তু সহ ধরন পরিবর্তন করে ব্যাপক লাভের মুখ দেখতে শুরু করেছে স্থানীয় কৃষকরা।
বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের জলঘর এলাকায় একাধিক কৃষক একই জমির মধ্যে একাধিক ফল সহ সবজি চাষ করছে। একই জমিতে ড্রাগন ফল, মাল্টা, পেঁপে, আতা, টমেটো, করোলা সহ একাধিক ফল ও সবজি চাষ করে এলাকার কৃষকদের দিশা দেখাচ্ছেন মিঠু বর্মন।
advertisement
উল্লেখ্য প্রায় চার বছর আগে মিঠু বাবু সোশ্যাল মিডিয়ায় প্রথম মিশ্র এই ধরনের চাষ দেখে উদ্বুদ্ধ হন। এরপর তিনি বাড়ির পাশেই প্রায় এক বিঘা জমিতে এই ধরনের চাষ শুরু করেন। বছর পার হতেই দেখেন চিরাচরিত চাষ আবাদের তুলনায় চলতি বছরে কয়েকগুণ লাভের মুখ দেখাতে শুরু করেন।
advertisement
এরপর তিনি নিজের একাধিক চাষযোগ্য জমিতে মিশ্র চাষ শুরু করেন।বর্তমানে পার্শ্ববর্তী অন্যান্য কৃষকরা মিশ্র চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে এই ধরনের চাষ করতে এগিয়ে আসতে শুরু করেছে।
advertisement
এই বিষয়ে মিশ্র চাষী মিঠু বর্মন বলেন, চিরাচরিত আলু কিংবা ধান চাষ করে কোনও বছর সামান্য পরিমাণ লাভ অথবা কোনও বছর ব্যাপক ক্ষতির মুখে পড়তে হত। কিন্তু এই ধরনের চাষ শুরু করার পর অন্যান্য বছরের তুলনায় কয়েক গুণ লাভের পরিমাণ বেড়ে গেছে।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 6:26 PM IST