আরও পড়ুনঃ গণনাকেন্দ্রের সিসিটিভিচুরি! সুকান্তর টুইটের পরেই তোলপাড় গোটা রাজ্য
দমনপুর থেকে রাজাভাতখাওয়া অবধি পর্যটকদের জন্য সাইকেল ব্যবস্থা চালু করল জেলা প্রশাসন ও বন দফতর। জানা গিয়েছে মাত্রা ৫০ টাকা ব্যয়ে এবার বক্সার জঙ্গল এলাকা ঘুরতে পারবেন পর্যটকরা। জেলা প্রশাসনের তরফে ডুয়ার্স দর্শন নামে প্রকল্প চালু হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া এলাকার একটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে ৫ টি সাইকেল তুলে দেওয়া হয়।
advertisement
এখন থেকে সাইকেল নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন পর্যটকরা। তার জন্য দিতে হবে শুধু মাত্র ৫০ টাকা।এই বিষয়ে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, “পর্যটকদের আকৃষ্ট করা তো রয়েছে- ।পাশাপাশি এলাকার মহিলাদের আয়ের উৎস বাড়ানর এটি একটি পথ। পর্যটকদের আগমন দেখে বাড়ানো হবে সাইকেলের সংখ্যা। কম খরচে জঙ্গল ঘুরে দেখার এই সুযোগ পর্যটকরা হাতছাড়া করবে না বলে আমার আশা।”
Annanya Dey