South Dinajpur News: গণনাকেন্দ্রের সিসিটিভিচুরি! সুকান্তর টুইটের পরেই তোলপাড় গোটা রাজ্য

Last Updated:

গণনাকেন্দ্র থেকে ব্যালট পেপার চুরির অভিযোগ উঠেছে একাধিকবার। এবার সিসিটিভি ও তার মেমোরি কার্ড চুরিরও অভিযোগ।

+
চুরি

চুরি গেছে গণনাকেন্দ্রের সিসি টিভি মেমোরি কার্ড 

#দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজ অর্থাৎ ব্লকের গণনা কেন্দ্র থেকে চুরি গেল সিসিটিভি এবং তার মেমোরি কার্ড। গণনাকেন্দ্র থেকে ব্যালট পেপার চুরির অভিযোগ একাধিকবার উঠেছে। এবার সিসিটিভি ও তার মেমোরি কার্ড চুরির অভিযোগ উঠল। বালুরঘাট থানায় বালুরঘাট ব্লকের বিডিও অনুজ শিকদার গত ১২ তারিখে এই সংক্রান্ত অভিযোগও জানিয়েছেন।
বিডিওর করা অভিযোগ সামনে আসতেই সরব হয়েছে বিজেপি। ইতিমধ্যে এনিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ট্য়ুইট করেছেন। সুকান্ত মজুমদার লেখেন, ‘আইনের নজর থেকে নিজেকে সুরক্ষিত রাখতেই CCTV উধাও করে দেওয়া হল না তো? পশ্চিমবঙ্গের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা মহামান্য উচ্চ আদালতের নজরে আনব এবং এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামব।’
advertisement
তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকি জানান, ‘সিসিটিভি চুরির কোনও ঘটনা ঘটলে তা প্রশাসন তদন্ত করে দেখবে। তবে বালুরঘাট কলেজে কোনও অশান্তি হয়নি বলেই দাবি তাঁর। সুকান্তর ট্য়ুইট নিয়ে তাঁর দাবি, লোকসভা ভোটের আগে হারানো জমি ফিরে পেতে ‘নাটক’ করছেন বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি,বিরোধীদের করা অভিযোগ অস্বীকার করা হয়েছে।এই ঘটনার সঙ্গে তৃণমূল কোন ভাবেই জড়িত নয় বলে জানান তিনি।
advertisement
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: গণনাকেন্দ্রের সিসিটিভিচুরি! সুকান্তর টুইটের পরেই তোলপাড় গোটা রাজ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement