আলিপুরদুয়ার জেলার বিভিন্ন হাটে ও বাজারে পাইকারি মুড়ি বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে । খুচরো বাজারে সেটি বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। তাই বাজারে মুড়ি কিনতে গিয়ে অনেকেরই হাতে ছ্যাকা লাগছে।মুড়ি বিক্রেতারা জানান মুড়ির চালের দাম কেজি প্রতি ১০ টাকা থেকে ১২ টাকা বৃদ্ধি পেয়েছে।
advertisement
আরও পড়ুন: কাতলা মাছের গায়ে নানা রঙের পাখনা! জালে উঠল অদ্ভুত মাছ!
মুড়ি বিক্রেতারা জানান আজ থেকে তিন সপ্তাহ পূর্বে পাইকারি বাজারে মুড়ি বিক্রি করতাম ৪০ টাকা কেজি দরে এখন সেটা বিক্রি করতে হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে । মুড়ির চালের দাম আচমকা বৃদ্ধি পাওয়ায় মুড়ির দাম ও বৃদ্ধি পেয়েছে। এবং এর ফলে মুড়ি বিক্রি ও তলানিতে ঠেকেছে । আজ থেকে তিন সপ্তাহ পূর্বে যেই ক্রেতা ১০ কেজি মুড়ি নিত সে এখন ৬ কেজি মুড়ি নিচ্ছে । এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে মুড়ি ব্যবসায়ীরা।
Annanya Dey