শিঙি মাছ এমনিতেই যেভাবে নড়াচড়া করে তা দেখেই ভয় পেয়ে যেতে হয়। তার ওপর কাঁটা ফুটে যাওয়ার ভয় থাকে সর্বক্ষণ। এই মাছ কাটতে গিয়ে ঘেমেনেয়ে একাকার হতে হয় সকলকে। সেই মাছ জ্যান্ত গিলে আবার বের করে দিচ্ছেন মিস্টার হ্যাপি। দেখেই অবাক সকলে।
আরও পড়ুন: সকলের সামনে স্বামীকে কষিয়ে লাথি অঙ্কিতার! তারকা দম্পতির কুৎসিত বিবাদ দেখল দেশ
advertisement
খেলা শুরু হওয়ার আগে মিস্টার হ্যাপি দেখিয়ে দেন শিঙি মাছগুলিকে।ছ’টা শিঙি মাছ খেয়ে এক এক করে বের করে দেখান তিনি। এবিষয়ে সার্কাস ম্যানেজার মোল্লা সাদিক রহমান জানান, “যিনি এই খেলাটি দেখান, তাঁকে রাত অবধি না খেয়ে থাকতে হয়। সকালে শুধু এক কাপ চা খান তিনি। শরীরের ওপর কষ্ট দিয়ে অন্যের মুখে হাসি ফুটিয়ে তোলেন। আর এই খেলা আমাদের সার্কাসের মূলমন্ত্র।”
তিনবেলা এই খেলা দেখতে ভিড় জমে যাচ্ছে সার্কাসে। যদিও খেলা দেখাতে ব্যস্ত থাকার জন্য এই বিষয়ে কিছু বলেননি মিস্টার হ্যাপি। শিশুদের পাশাপাশি বড়রা এই খেলাটি দেখতে পছন্দ করছেন।
Annanya Dey