Ankita Lokhande Kicks Vicky Jain: সকলের সামনে স্বামীকে কষিয়ে লাথি অঙ্কিতার! তারকা দম্পতির কুৎসিত বিবাদ দেখল দেশ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Ankita Lokhande Kicks Vicky Jain: নায়িকা সকলের সামনে স্বামীকে কষিয়ে লাথি মারলেন। এই দৃশ্য জাতীয় টেলিভিশনে টেলিকাস্ট হতেই হইচই পড়ে গিয়েছে চারদিকে।
মুম্বই: ফের কুৎসিত বিবাদে জড়ালেন অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন। তারকা দম্পতির ঝগড়া এখন দেশের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এবার সেই নায়িকা সকলের সামনে স্বামীকে কষিয়ে লাথি মারলেন। এই দৃশ্য জাতীয় টেলিভিশনে টেলিকাস্ট হতেই হইচই পড়ে গিয়েছে চারদিকে।
অঙ্কিতা ‘দিল’ রুমে ছিলেন। অন্যদিকে ভিকি ছিলেন ‘দিমাগ’ রুমে। বিগ বসের এই সিদ্ধান্তে ভিকি খুবই আনন্দিত। আর সেটা প্রকাশ করেছেন নেচে নেচে। সে কথা অঙ্কিতাকে জানিয়েছেন বিগ বসই। আর তাতেই কষ্ট পেয়ে অঙ্কিতা বলেন, ‘ভুল বিয়ে করে ফেলেছি।’
advertisement
advertisement
স্ত্রীর রাগ ভাঙাতে চেষ্টা করতেই বিপদ ঘনিয়ে আসে। চিৎকার করে অঙ্কিতা বলতে থাকেন, ‘‘যা আমার ঘর থেকে। লাথি মেরে দেব কিন্তু। কথা বলিস না আমার সঙ্গে।’’ বলতে বলতে লাথি মেরে দেন ভিকিকে।
‘বিগ বস ১৭’-তে একাধিক বার স্বামী-স্ত্রীর বিবাদ বেঁধেছে। কখনও অন্য এক প্রতিযোগী (ইশা মালব্য)-কে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন অঙ্কিতা। কখনও অভিনেত্রী আবার অভিযোগ তোলেন, স্বামীর কাছ থেকে তিনি যথেষ্ট পাত্তা পাচ্ছেন না। কখনও আবার স্বামীর উপস্থিতিতেই প্রাক্তন প্রেমিক, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্য কান্নাকাটিও করেন অঙ্কিতা। অনেকেই আশঙ্কা করছেন, যদি সত্যিই এত ঝামেলা হতে থাকে, তবে কি এই শো-এর পর দু’জনের বিচ্ছেদ হয়ে যাবে? সময়ই দেবে এই উত্তর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2023 3:35 PM IST