আরও পড়ুনঃ চোখের সমস্যাই গড়ল নতুন প্রতিভা, টিস্যুর দুর্গা বানিয়ে নজর কাড়লেন স্বাথ্যকর্মী
ফের মাদারিহাট থেকে বার্মিজ পাইথনের উদ্ধার হওয়ার ঘটনা সামনে এল।প্রায় ২০ ফুট লম্বা বিশালাকার বার্মিজ পাইথন উদ্ধার হল মাদারিহাট থেকে। বুধবার রাতে মাদারিহাট এলাকার জাতীয় সড়কে একটি বিশালাকার বার্মিজ পাইথন দেখতে পান গাড়ির চালকরা। রাস্তায় গাড়ির ভিড় দেখতেই এলাকায় চলে আসেন স্থানীয়রা। পরবর্তীতে বাসিন্দারাই বনদফতরের জলদাপাড়া বনবিভাগে খবর দেন। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় প্রায় ২০ ফুট লম্বা বার্মিজ পাইথনটি উদ্ধার করে।
advertisement
সম্প্রতি মাদারিহাট এলাকার রেললাইনের পাশে দেখা গিয়েছিল একটি বিশালাকারের পাইথন।সেটি লোকালয়ে ঢুকে সাবাড় করেছিল মুরগি। সর্পপ্রেমী অশোক রায় ও বনকর্মীরা মিলে ধরেছিল ওই পাইথনটিকে।গতকাল রাতেও সর্পপ্রেমী অশোক রায় ২০ ফুটের বার্মিজ পাইথনটিকে ধরতে সাহায্য করেছেন বনকর্মীদের।
Annanya Dey