Durga Puja 2023: চোখের সমস্যাই গড়ল নতুন প্রতিভা, টিস্যুর দুর্গা বানিয়ে নজর কাড়লেন স্বাথ‍্যকর্মী

Last Updated:

Durga Puja 2023: পেশায় একজন স্বাস্থ্যকর্মী অবসর সময়কে একটুও নষ্ট না করে নিজের প্রচেষ্টায় ওয়াল পট্টি, আঠা এবং টিস্যু পেপারের সাহায্যে তৈরি করছেন প্রায় ১ ফুটের দুর্গা প্রতিমা।

+
স্বাস্থ্যকর্মীর

স্বাস্থ্যকর্মীর হাতে তৈরি দুর্গা

জলপাইগুড়ি: যে হাতে ইনজেকশন, ওষুধপত্র নিয়ে মানুষের সেবা করা কাজ, সেই হাতেই তৈরি হচ্ছে দুর্গা মায়ের মূর্তি। পেশায় একজন স্বাস্থ্যকর্মী হওয়ার দরুন জলপাইগুড়ি শহরের আনন্দ পাড়ার বাসিন্দা নন্দিতা পালকে সারাক্ষণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে হয়। এরপর অবসর সময়কে একটুও নষ্ট না করে নিজের প্রচেষ্টায় ওয়াল পট্টি, আঠা এবং টিস্যু পেপারের সাহায্যে তৈরি করছেন প্রায় ১ ফুটের দুর্গা প্রতিমা।
স্বাস্থ্যকর্মী নন্দিতা পালের স্বামী সুকুমার পাল কর্মসূত্রে বাইরে থাকেন। এমনকী ছেলে, মেয়েরাও নিজেদের পড়াশোনার জন্য ব্যস্ত থাকে। তাই, তাঁকে বাড়িতে একাই থাকতে হয়। স্বাস্থ্যকর্মী হিসেবে নিজের কর্তব্য পালন করে, বাড়ি ফিরে প্রায় ১৫ দিন ধরে তৈরি করছেন এই দুর্গা প্রতিমা। অনেক আগে থেকেই তাঁর অঙ্কন এবং আলপনার প্রতি যথেষ্ট দক্ষতা রয়েছে। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের ইচ্ছেমতো ওয়াল পট্টি, আঠা এবং টিস্যু পেপারকে মিশিয়ে মন্ড তৈরি করে ধীরে ধীরে তৈরি করছেন এই দুর্গা প্রতিমা। নিজের কাজের পরেও এভাবে দুর্গা প্রতিমা তৈরি করতে পারায় বেশ খুশি নন্দিতা পালের স্বামী সুকুমার পাল এবং তার ছেলে,মেয়ে।
advertisement
advertisement
স্বাস্থ্যকর্মী নন্দিতা পালের কথায়, “বাড়িতে একা থাকতাম বলে খুব মোবাইল দেখতাম, সেজন্য চোখের সমস্যা দেখা দিয়েছিল। তাই মোবাইল থেকে পরিত্রাণের জন্য মূর্তি তৈরির কাজ শুরু করলাম। এসব হাতের কাজের শখ আর ইচ্ছে আগে থেকেই ছিল। সামনেই দুর্গাপুজো, কোনও পুজো কমিটি যদি এই প্রতিমাকে নিয়ে পুজো করে তাহলে খুব খুশি হব।”
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Durga Puja 2023: চোখের সমস্যাই গড়ল নতুন প্রতিভা, টিস্যুর দুর্গা বানিয়ে নজর কাড়লেন স্বাথ‍্যকর্মী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement