Bangla News: প্রাণের ঝুঁকি নিয়ে রক্ষা অসংখ্য যাত্রীকে, সাহসী খুদেকে মাত্র ১৫০০ টাকা পুরস্কার রেলের!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bangla News: রেললাইনে গর্ত দেখে পরনের লাল গেঞ্জি উড়িয়ে দ্রুতগতির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে থামিয়ে দিয়েছিল সাহসী বালক। তাঁর উপস্থিত বুদ্ধিতে এড়ানো গিয়েছিল বড়সড় দুর্ঘটনা।
মালদহঃ রেললাইনে গর্ত দেখে পরনের লাল গেঞ্জি উড়িয়ে দ্রুতগতির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে থামিয়ে দিয়েছিল সাহসী বালক। তাঁর উপস্থিত বুদ্ধিতে এড়ানো গিয়েছিল বড়সড় দুর্ঘটনা।
শেষ পর্যন্ত গর্ত মেরামত করে ফের গন্তব্যে রওনা হয় শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনা রুখতে কার্যত ত্রাতা হয়ে দাঁড়িয়েছিল মালদহের ষষ্ঠ শ্রেণীর সাহসী বালক মহম্মদ মুরসেলিম।
advertisement
উত্তর-পূর্বরেল কর্তৃপক্ষ তার এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে পুরস্কার হিসাবে হাতে তুলে দেয় ১৫০০ টাকা ও শংসাপত্র। যা নিয়ে হাসির খোরাকে পরিণত হয়েছে রেল কর্তৃপক্ষ। তথ্য অনুসারে, ট্রেনে ইঁদুর মারার জন্য শুধু ৭০ লাখ টাকা খরচ করছে রেল। যদি দেখা যায় বছরে একটা ইঁদুর পিছু খরচ প্রায় ৪১ হাজার টাকা অথচ এক বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে হাজার হাজার যাত্রীর প্রাণ বাঁচানোর জন্য ১৫০০ এই দ্বিচারিতা কেন?
advertisement
নুন আনতে পান্তা ফুরোয় মুরসেলিমদের। বাবা ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক। মা বিড়ি বেঁধে সংসার চালান। মাথা গোঁজার মতো পাকা ছাদ নেই। তাও, নিজের জীবন ঝুঁকি নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে বড়সড় দুর্ঘটনা থেকে আটকায়।
মুরসালিমের আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের কথায়, আমরা ভাবতেও পারিনি রেল কর্তৃপক্ষ মোরসালিমকে এই পনেরশো টাকা দিয়ে এরকম হীন মানসিকতায় দেখাবে। সাবাই মনে করেছিল রেল কর্তৃপক্ষের সাহয্যে হাল ফিরবে মুরসালিমের পরিবার। কিন্তু স্বপ্নই অধরাই রয়ে গেল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2023 11:26 AM IST